শিবসেনার সঙ্গে বিবাদের মাঝেই Y+ নিরাপত্তা পেলেন কঙ্গনা

0
528

বঙ্গদেশ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড অভিনেত্রী কঙ্গণা রানাউত একের পর এক তোপ দেগে যাচ্ছিলেন বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে। বিতর্ক অবশেষে রাজনৈতিক রুপ পায়, ‘মুম্বুই পাক অধিকৃত কাশ্মীরের মত হয়ে গিয়েছে’ মন্তব্য করে মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার সঙ্গে রীতিমত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কঙ্গনা৷ কঙ্গনার বিরুদ্ধে একাধিক স্থানে বিক্ষোভও দেখান শিবসেনা কর্মীরা। এরই মাঝে তাকে Y+ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

জানা গেছে যে কঙ্গনা কে Y+ নিরাপত্তা দেওয়া হবে৷ তিনটি শিফট মিলিয়ে মোট তিনজন বডিগার্ড ও ১১ জন কম্যান্ডো থাকবেন৷ বাড়িতেও মোতায়েন করা হবে সিআরপিএফ জওয়ানদের।

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর যথারীতি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড কুইন কঙ্গনা। টুইট করেছেন যে, ‘আবারও প্রমান হল যে কোনো ফ্যাসিবাদী শক্তি জাতীয়তাবাদী কন্ঠকে রুদ্ধ করতে পারবেনা। ভারতের মেয়েদের সম্মান রক্ষার জন্য আমি অমিত শাহ জীর কাছে কৃতজ্ঞ।’

সুশান্ত মৃত্যুকান্ডের পূর্বে পালঘর সাধুদের হত্যাকান্ড নিয়েও মুম্বই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার শিবসেনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন কঙ্গনা, তিনি জানিয়েছেন যে ৯ তারিখই তিনি মুম্বুই আসবেন। পারলে যেন শিবসৈনিকরা তাকে আটকে দেখায়।