চীনকে S-400 মিসাইল সিস্টেম দেওয়া স্থগিত রাখল রাশিয়া

0
555

বঙ্গদেশ ডেস্ক: লাদাখে ভারত-চীন সীমান্ত সমস্যা এখনো পুরোপুরি মেটেনি। ভারত ও চীন দুটি দেশই সেনা সরানোর প্রক্রিয়া চালু রেখেছে৷ পাশাপাশি চোখ রাঙাচ্ছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার মতো ভারতের মিত্ররাষ্ট্রগুলি। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়া বড় ধাক্কা দিল চীন কে। তাদেরকে অত্যাধুনিক ‘S-400 ভুমি থেকে বায়ু’ ডিফেন্স সিস্টেম দেওয়া স্থগিত রাখল সোভিয়েত দেশ।

সূত্রের খবর অনুযায়ী, চীন জানিয়েছে যে রাশিয়ার বক্তব্য তারা এই মুহুর্তে ‘S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম’ সরবরাহ করলে চীনা সেনা মহামারী রুখতে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে তা ব্যাঘাত পেতে পারে। তাই তারা এইমুহুর্তে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছেনা।

প্রসঙ্গত বলে রাখা ভাল, রাশিয়ার সঙ্গে চীনের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বর্তমানে। তাও কদিন আগেই রাশিয়া চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল। সোভিয়েত সরকার তাদের দেশেরই সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সাইন্স একাডেমির সভাপতি ভ্যালেরি মিটকো কে চীনা গোয়েন্দাদের হাতে গোপন নথি তুলে দেওয়ার সময় হাতেনাতে ধরেছিল।
আর এই গুরুতর অভিযোগের কয়েকদিন বাদেই এই সিদ্ধান্ত নিল সোভিয়েত দেশের সরকার।

S-400 বর্তমান যুগের অন্যতম উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম৷ এটির পাল্লা ৪০০ কিমি অবধি,৩০ কিমি উচ্চতার মধ্যে থাকা একাধিক লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে।