অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে ভারতের, আজব দাবি ঢাকার

0
769

বঙ্গদেশ ডেস্ক: রাম মন্দির নির্মাণের ভূমি পুজোর অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ৩ অগস্ট৷ ৫ তারিখ সেই অনুষ্ঠানের শেষদিন অযোধ্যায় হাজির হবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ থাকবেন আরও অনেকে৷

কিন্তু এই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল বাংলাদেশ৷ গত রবিবার এই ইস্যুতে মুখ খোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন৷ তাঁর মন্তব্য, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে আঘাত লাগতে পারে, এমন কোনও ঘটনা ঘটা উচিত নয়৷ এই বিষয় নয়াদিল্লি ও ঢাকা উভয়েরই খেয়াল রাখা উচিত বলে তাঁর মত৷

কিন্তু রাম মন্দির নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক এমনটা হাসিনা সরকার চায় না বলেও তিনি জানিয়েছেন৷ এই বিষয়ে তাঁরা সচেষ্ট বলেও দাবি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর৷ যদিও রাম মন্দির নির্মাণের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এ নিয়ে মামলাও দীর্ঘদিন চলেছে ভারতের সুপ্রিম কোর্টে৷

শীর্ষ আদালতের রায়েই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত হয়েছে৷ ফলে এ নিয়ে অন্য কোনও দেশের সঙ্গে কীভাবে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে, সেই প্রশ্নই উঠেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর৷ পাশাপাশি কূটনৈতিক মহল এই প্রশ্নও তুলছ যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কেন মন্তব্য করছে ঢাকা৷