কয়লা পাচারকাণ্ডে CBI এর পর মাঠে নামলো CID, একাধিক স্থানে অভিযান, গোপন নথি উদ্ধার

0
550

বঙ্গদেশ ডেস্ক:- পশ্চিমবঙ্গের কয়লা পাচারকাণ্ডে নয়া মোড়। CBI এর পর কয়লা পাচারকাণ্ডের তদন্তে সক্রিয়তা বাড়ানোর জন্য মাঠে নেমেছে CID। একাধিক স্থানে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি পেয়েছে CID। ইসিএল এর কাজোড়া এরিয়ার অফিসে CID-র ডিআইজি অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ৩০ জনের তদন্তকারী দলটি অভিযানের সময়ে ইসিএল এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং বেশ কয়েজন আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। 

এর আগে গত শুক্রবার CBI জামুড়িয়ার শ্রীপুর এরিয়া এলাকার নণ্ডী, চেলোদ, পনিহাটি, এলাকার বৈধ ও অবৈধ খনি এলাকায় অভিযান পরিচালনা করে। নিঘা কোলিয়ারি এলাকার ইসিএল এর একাধিক আধিকারিককে CBI জিজ্ঞাসাবাদও করেছে। CID জানিয়েছে অবৈধ কয়লা পাচার বিষয়ে ইসিএল এর অভিযোগের ভিত্তিতেই তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে তারা অভিযোগকারীদের সাথেও কথা বলবে এবং তদন্তের ভিত্তিতে CID আরও বেশ কিছু জায়গায় অভিযান চালাবে। 

ইসিএল এর কাজোরা এরিয়ার অফিসের পাশাপাশি অন্ডালের কাজোরা এরিয়ার লছিপুর, হরিশপুর, তালডাঙা, জে.কে. রোপওয়ে, বক্তারনগরের অবৈধ খনিগুলো পরিদর্শন করেছে CID। এছাড়াও CID পাশাপাশি মাঠে নেমেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। মাঠে নেমেই অভিযান চালিয়ে ইতিমধ্যে অবৈধ ১০০ টন কয়লা উদ্ধার করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুলটি থানার পুলিশ কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি ফাঁড়ি এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি কারখানা থেকে এই অবৈধ কয়লা উদ্ধার করে। এই বিপুল পরিমাণ কয়লার উৎস অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ৷