শুভেন্দুকে কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান রাহুল গান্ধীর,বিনয়ের সাথে প্রত্যাখ্যান শুভেন্দুর

0
2124

বঙ্গদেশ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ত্যাগের সিদ্ধান্তে যে শুভেন্দু অধিকারী অটল থাকবেন তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো শুভেন্দুকে দলে পেতে একরকম মরিয়া। এই তালিকায় বাদ নেই খোদ কংগ্রেসও। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাহুল গান্ধী তার এক ঘনিষ্ঠ ব্যক্তিকে দিয়ে ফোন করিয়েছিলেন শুভেন্দুকে। ফোনালাপে শুভেন্দুকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর।

ভিন্ন দলীয় রাজনীতি করলেও কংগ্রেসের সাথে শুভেন্দুর সম্পর্ক বরাবরই ভালো। শুভেন্দুর পরিবার কংগ্রেস ঘরানার হওয়ায় সেই সুযোগটাই হয়তো নিতে চেয়েছেন রাহুল গান্ধী। শিশিরবাবু কংগ্রেস থেকে বিধায়ক ছিলেন উদ্ধৃত করে শুভেন্দু অধিকারীকে রাহুল গান্ধীর সেই আস্থাভাজন ব্যক্তি রাহুল গান্ধীর পক্ষ থেকে তাঁকে কংগ্রেসে যোগ দেওয়া আহ্বান করেন।

তবে সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী বিনয়ের সাথে জানিয়েছেন যে তিনি কংগ্রেসে যোগ দিতে আগ্রহী নন। এক সময়ে ইয়ুথ কংগ্রেসের সদস্য ছিলেন শুভেন্দু। তবে বর্তমানে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করতে তিনি অপারগ। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে সিপিএম-কংগ্রেস জোটের কারণেই কংগ্রেসে অভক্তি শুভেন্দুর। কারণ নন্দীগ্রামে সিপিএম এর বিরুদ্ধে শুভেন্দুর কঠোর অবস্থানের কথা সকলেরই জানা। সেই সিপিএম এর সাথে একই জোটে থাকতে শুভেন্দু নারাজ এমনটাই অভিমত অনেকের।