কংগ্রেসের রাম-নাম! মন্দির নির্মাণে ২১ হাজার টাকা দান হার্দিকের

0
604

বঙ্গদেশ ডেস্ক: বহু দশকের প্রতীক্ষার শেষে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন করেছেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রামমন্দির ট্রাস্টকে ২১ হাজার টাকার আর্থিক অনুদান পাঠালেন গুজরাট কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হার্দিক প্যাটেল।

এদিন শ্রী রাম জন্মভুমি ট্রাস্টকে চিঠি লিখে হার্দিক জানিয়েছেন যে তিনি এবং তাঁর পুরো পরিবার শ্রীরামচন্দ্রের উপাসক, ভক্ত।তাই তাঁরা রামমন্দিরের নির্মাণ কাজে মোট ২১ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই টাকা ইতিমধ্যেই ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে৷

হার্দিকের আশা, মন্দির নির্মাণের মাধ্যমে দেশে রামরাজত্ব স্থাপিত হবে৷ তাঁর কাছে রাম রাজত্বের অর্থ কৃষকদের উন্নতি, শিশুদের সুশিক্ষা, যুবাদের চাকরি ও দেশের আর্থিক বৃদ্ধি৷

প্রসঙ্গত, বুধবার রামমন্দিরের ভূমিপূজন সম্পন্ন হওয়ার পর একাধিক অবস্থান বদলের চিত্র দেখেছে জাতীয় রাজনীতি। বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের জিগির তুলে ভোটে জেতার অভিযোগ করা কংগ্রেসই এখন বাধ্য হয়েছে নরম হিন্দুত্ববাদের আশ্রয় নিতে। একসময় যারা বিজেপির বিরোধিতা করেছিলেন এই বলে যে, ‘রামমন্দির তৈরি করার নামে দেশের মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে বিজেপি’, তারাই এখন রামমন্দিরের ভূমিপূজন নিয়ে আবেগ প্রকাশ করছেন। কংগ্রেস তো বটেই, দেশের অন্যান্য অধিকাংশ বিরোধী দলগুলি এই একই পথে হাঁটছে৷