চিনা ভ্যাকসিন ফালতু – স্বীকার করল চিন নিজেই

0
590

বঙ্গদেশ ডেস্ক: চিনের তৈরি দ্রব্যের উপর অনেকেই ভরসা করেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে চিন নিজেও যেন নিজেদের তৈরি করোনা টিকার উপর ভরসা রাখতে পারছে না। এমনিতে ড্রাগনের দেশটি নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চায় না। কিন্তু করোনার টিকা নিয়ে তেমনটাই দাবি করে বসল চিন। নিজেরাই জানাল তাদের টিকা ভাল কাজ করছে না। তাই অন্য পন্থা খুঁজছে। চিনের এক উচ্চ পদস্থ স্বাস্থ্যকর্তা একটি সম্মেলনে এ কথা স্বীকার করেছেন।

চিনের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর গাও ফু জানিয়েছেন, করোনা ঠেকাতে চিনের টিকা ভালভাবে কাজ করছে না। শনিবার চিনের দক্ষিণ-পশ্চিমের শহর চেংদু-তে এক সম্মেলনে একথা বলেন তিনি। সেই খবরই প্রকাশ্য়ে এসেছে। এদিকে পশ্চিমের দেশের করোনা টিকার কার্যকারিতা নিয়ে আগে সন্দেহ প্রকাশ করেছে চিন। আবার বহু দেশে নিজেদের তৈরি কয়েক কোটি করোনার টিকা রপ্তানি করেছে। তাই সেই সব টিকার কার্যকরিতা কী দাঁড়াবে তা নিয়েও সন্দেহ রয়েছে। কিছু দেশে এই চিনা টিকা নেওয়ার পরই করোনা আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার পর চিনের তরফেই এমন মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।