করোনার ওষুধ ‘কোভিফোর’ বাজারে আনল হেটেরো, পাবে কলকাতাও

0
547

বঙ্গদেশ ডেস্ক: করোনাভাইরাসের ওষুধ রেমডেসিভির বাজারে আনল হেটেরো হেলথকেয়ার। হেটেরো হেলথকেয়ার রেমডেসিভির ওষুধটি এনেছে কোভিফোর ব্র‍্যান্ড নামে। ওষুধের প্রতিটি ডোজ এর দাম পড়বে ৫৪০০ টাকা।

কোম্পানি এক বার্তায় জানিয়েছেন, “রেমডিসিভির করোনাভাইরাসের বিপক্ষে ভালো কাজ করছে ও সারা বিশ্বজুড়ে মৃত্যুহার কমিয়ে আনতে এই ওষুধ প্রশংসিত।’

হেটেরো হেলথকেয়ার একমাত্র সংস্থা যারা ভারতের বাজারে রেমডিসিভির আনার ছাড়পত্র পেয়েছে। কোম্পানি প্রাথমিক ভাবে ২০ হাজার ডোজ ওষুধ সরবরাহ করার জন্য প্রস্তুত এই সংস্থা। আগামীদিনেও ওষুধ সরবরাহের কোন সমস্যা দেখা দেবে না বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এম শ্রী নিবাস রেড্ডী।

প্রথম ২০ হাজার ডোজ দুটি ভাগে বাজারে আনা হবে। প্রথম ভাগটি যাবে হায়দ্রাবাদ, দিল্লী,গুজরাট, তামিলনাড়ু, মুম্বাই তে ও দ্বিতীয় ভাগে ১০ হাজার ওষুধ যাবে ইন্দোর, ভূপাল, লক্ষনৌ, পাটনা, রাচী, ভূবনেশ্বর, বিজয়ওয়াড়া, কোচিন, কলকাতায়।

কোভিফোর দিয়ে চিকিৎসায় কখনোই ওষুধের ব্যয় ৩০ হাজার ছাড়াবে না বলে কোম্পানি আশ্বস্ত করেছে। কোভিফোর এর প্রতিটি ডোজ ১০০ মিলিগ্রাম ও তা শরীরে প্রবেশ করানো হবে ইনজেকশনের মাধ্যমে। প্রতিটি রোগীর জন্য মোটামুটিভাবে ৬ টি ডোজ লাগবে বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।