গরু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার গ্রেফতার

0
701

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে গরু পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার গ্রেফতার। সিবিআই পূর্বেই জানিয়েছে যে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতারা ও পুলিশ আধিকারিকরাও জড়িত। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তে নেমে গরু পাচারকাণ্ডে সর্ষের মধ্যে ভূত খুঁজে পায়। তদন্তের সূত্র ধরেই এবার গ্রেফতার করা হলো বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। মঙ্গলবার দিন তাকে দীর্ঘসময় জেরা করা হয় এবং তাতে বেশ কিছু অসংগতি খুঁজে পায় সিবিআই। ফলে সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই। তদন্তে সিবিআই জানতে পারে সতীশের মাধ্যমেই এনামুল হক তার গরু পাচার চক্রের সাম্রাজ্য বিস্তার করে। সিবিআই এর অভিযোগ সতীশ কুমার এনামুলের কাছ থেকে বিনিময়ে মোটা অঙ্কের টাকা ” বেতন ” পেতো।

সিবিআই সূত্র অনুযায়ী এই কাজে বিএসএফ কর্তাসহ কাস্টমস অফিসার ও রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারিকও জড়িত আছেন। মূলত এনামুলের গরু পাচারের চক্র চালাতে তারা সহযোগিতা করতো। সিবিআইয়ের কাছে যাদের নাম রয়েছে তাদেরকেও বিভিন্ন ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে। সতীশ কয়েক বছর আগে মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে কমান্ড্যান্ট পদে কর্মরত ছিল। সিবিআই সল্টলেকের বিজে ব্লকে অবস্থিত সতীশের বাড়িতে হানা দেয়। এছাড়াও সিবিআই পূর্বে বেনিয়াপুকুরে এনামুল হকের বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়েছিল।

প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে, সীমান্তবর্তি জেলাগুলোকে রুট হিসেবে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার গরু পাচার করা হয়। এই গরু চোরাকারবারি চক্রে রাজনীতিবিদ থেকে আমলা যুক্ত রয়েছে, ফলে সিবিআই তদন্তে নামে। বিএসএফ কমান্ড্যান্ট জিবু ডি ম্যাথিউকে ২০১৮ সালে আয় বহির্ভূত নগদ প্রায় ৪৫ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসতে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। মুর্শিদাবাদে কর্মরত অবস্থায় ওই বিপুল অঙ্কের টাকা ম্যাথু পেয়েছিল গরু পাচারকার্যে সহায়তা করায়। সেখানেই উঠে আসে সতীশ কুমারের নাম।

বাংলাদেশ সীমান্তে গরু চোরাকারবারি চক্রকে সহায়তা করার জন্য চোরাকারবারীরা ম্যাথুকে ওই বিপুল অর্থ দিয়েছিল। কিছুদিন পরে এই মামলায় এনামুল হক ওরফে বিশুকে কলকাতার একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, এই এনামুলই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গরু পাচার সিন্ডিকেট চালাতো। পরবর্তীতে এনামুল জামিন পেলেও এখনও সিবিআই তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের সূত্রেই সতীশ কুমার সিবিআই এর জালে ধরা পড়লো।