জহরলাল নেহেরু নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব সিটি রবির

0
1071

বঙ্গদেশ ডেস্ক:- সম্প্রতি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করতে গিয়ে পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। বামপন্থী ছাত্র সংগঠন তাঁকে লক্ষ্য করে গো ব্যাক মোদী স্লোগানে ভরিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর। বিষয়টি নিয়ে এখনও বিতর্ক চলছে থামার কোনো লক্ষণ নেই বামপন্থী ছাত্র সংগঠনের। এর‌ই মধ্যে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নাম স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত করার দাবি জানিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সি টি রবি।

সোমবার রাত আটটা নাগাদ কর্ণাটকের ওই প্রাক্তন মন্ত্রী টুইট করেছেন, স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও তাঁর মূল্যবোধ ভারতীয় আধ্যাত্মিক শক্তির প্রকৃষ্ট উদাহরণ। তাই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU)-এর নাম বদলে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত করা হোক। কারণ স্বামীজীর জীবন ও কর্মকাণ্ডের কথা জানলে পরবর্তী প্রজন্মকে উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।

তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দার সিং বাগ্গা টুইট করেছেন, ভারত কখনই কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু, গত ৭০ বছরে শুধু বিশ্ববিদ্যালয়‌ই নয় স্টেডিয়াম, বিমানবন্দর, রাস্তা-সহ সমস্ত কিছুই একটি পরিবারের সদস্যদের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের উচিত স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি যেসমস্ত মানুষ স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছে দেশ গড়তে সেই মানুষদের‌ও এক‌ইভাবে সম্মান করা উচিত। তাই জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নাম অবিলম্বে বদলে স্বামী বিবেকানন্দের নামে রাখা উচিত। এবং শুধু ওই বিশ্ববিদ্যালয়ই নয়, সমস্ত বিমানবন্দর, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বীরগতিপ্রাপ্ত জওয়ানদের নামে নামাঙ্কিত করে দেওয়া উচিত।