সর্বশেষ হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে সম্মান জানিয়ে তাঁর নামে সংগ্রাহলয় তৈরি দিল্লীতে

0
713

বঙ্গদেশ ডেস্ক:- ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে সম্মান জানিয়ে ভারত সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। অপ‌ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI) দিল্লীতে সম্রাটের নামে সংগ্রাহলয় নির্মাণ করতে চলেছে। আসলে ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যাবে সম্রাট দিল্লীর অধীশ্বর ছিলেন। তাঁর দুর্গের ভবনকে সম্প্রসারণের মাধ্যমে সংগ্রাহলয় তৈরি ঢ়করার পরিকল্পনা শুরু হয়েছে। এই সংগ্রাহলয়টি পৃথ্বীরাজ চৌহানের স্মৃতির উদ্দেশ্যে সমর্পণ করা হবে।

ASI নিজের কর্মকর্তাদের নির্দেশ জারি করে বলা হয়েছে তারা যেন পৃথ্বীরাজ চৌহানের সমস্তরকম দস্তাবেজ, কাজগপত্র, পুরানো স্মৃতি নিদর্শন সংগ্রহ করতে শুরু করে। সেগুলিকে একত্রিত করে সংগ্রাহলয়ে রাখার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যে সংগ্রাহলয় নির্মাণ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।

সংগ্রাহলয় তৈরির পাশাপাশি নিকটবর্তী স্থানে একটি পার্ক তৈরির বিষয়েও কথাবার্তা শুরু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দূষণের কারণে এতদিন এই পরিকল্পনার উপরে নিষেধাজ্ঞা জারি করা ছিল। তবে এখন পুনরায় কাজ শুরু হয়েছে। ASI কোমর বেঁধে মাঠে নেমেছে। ভারতের শেষ হিন্দু সম্রাটের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরোদমে।