টাকার বদলে পার্টি অফিস ভাড়া দিলো সিপিএম

0
854

বঙ্গদেশ ডেস্ক : এক সময় বলা হতো লোকাল সিপিএম পার্টি অফিস গুলির দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু সবই এখন ইতিহাস। ঔদ্ধত্বের ৩৪ বছর এখন অতীত।২০১১ সালে ক্ষমতা থেকে চলে গেছে বামেরা। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে অস্তিত্ব সংকট হয়ে গেছে বামেদের।যদিও তারা এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। স্লোগান তুলে ফেরাতে হাল, ফিরবে লাল।কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য অনেকটাই। এখন এমনই অবস্থা তাদের টাকার বিনিময়ে পার্টি অফিস ভাড়া দিয়ে দিচ্ছে সিপিএম।

দলকে চাঙ্গা করানোর জন্য দরকার মিছিল-মিটিংয়ের।আর মিটিং এর জন্য অন্যতম জায়গা হল দলীয় কার্যালয়। কিন্তু সেই জায়গাটুকুও থাকলোনা ডুয়ার্সের গয়েরকাটা এলাকার সিপিএম সদস্যদের।মালদা থেকে আগত ছয়জন ফেরিওয়ালাকে ২০০০ টাকার বিনিময়ে সেখানকার পার্টি অফিস ভাড়া দিয়ে দিয়েছে তারা।আর যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে জলপাইগুড়ি জেলা সিপিএম নেতৃত্ব।

সম্প্রতি ওই এলাকায় কিছুদিন ধরে বেশ কয়েকজন ফেরিওয়ালা রুজিরুটির খোঁজে আসেন। মালদা থেকে আসা ওই ফেরিওয়ায়ালদের দেখা যায় তাদের জিনিসপত্র নিয়ে ওই পার্টি অফিস থেকেই বেরোচ্ছে। জিজ্ঞেস করতেই মহম্মদ রাকিবুল নামের এক ফেরিওয়ালা বললেন, তারা দুহাজার টাকার বিনিময়ে ঘরটি ভাড়া পেয়েছেন। জিনিস বিক্রি হয়ে গেলেই ঘর ছেড়ে দেবেন।

একথা জানাজানি হতেই প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায় সিপিএম দল। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য জানিয়েছেন, ‘পার্টি অফিস ভাড়া দেওয়ার অধিকার কারো নেই। পুরো বিষয়টা খতিয়ে দেখছি। তবে এঘটনা সত্য প্রমাণিত হলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’।