ধানবাদে হিন্দু রাষ্ট্র অধিবেশনে বাঙ্গালী হিন্দু গণহত্যা প্রদর্শনী

0
578

বঙ্গদেশ ডেস্ক:গত ১৭ ই এপ্রিল, ধানবাদের ইস্পাত গেট নেহেরু নেহরু সামুদযিক কেন্দ্রে ‘প্রদেশিক হিন্দু রাষ্ট্র সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের নাম ‘ বাংলা ঝাড়খণ্ড প্রান্তীয় হিন্দু রাষ্ট্র অধিবেশন। এই সম্মেলনে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১৬টি হিন্দু সংগঠনের ৬৪ জন হিন্দুত্ববাদী সদস্য অংশ নেন। শঙ্খ, প্রদীপ প্রজ্জ্বলন ও বেদ মন্ত্রের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর তরুণ হিন্দুর প্রতিষ্ঠাতা ডাঃ নীল মাধব দাস সকলের উদ্দেশ্যে বলেছেন, ভারতকে হিন্দু জাতি হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি, এর জন্য সবাইকে একত্রিত হতে হবে। এই উদ্দেশ্যে তরুণ হিন্দু প্রতিষ্ঠিত হয়েছে এবং হিন্দু জনজাগৃতি সমিতি এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমরা একসঙ্গে কাজ করছি।

ধানবাদের লোচন মিশ্র জি মহারাজ বলেছেন যে শুধুমাত্র ভারতে নয়, সমগ্র বিশ্বে একটি হিন্দু জাতি প্রতিষ্ঠা করা দরকার, কারণ শুধুমাত্র ধর্মই সমগ্রের কল্যাণের কথা বলে। বিশ্ব এবং বাসুধৈবের কুটুম্বকমের আত্মা আছে। অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘ, ধানবাদের স্বামী প্রয়াগত্মানন্দজি মহারাজ, ইসকন বেঙ্গল থেকে স্বামী রামানন্দজি মহারাজ, ধানবাদের স্বামী দামোদরজি মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। হিন্দু জনজাগৃতি সমিতির প্রাক্তন এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য সমন্বয়কারী শম্ভু গাওয়ারেজি উপস্থিত সকলকে আহ্বান জানিয়ে বলেছেন, যে হিন্দু জাতি প্রতিষ্ঠা দরকার।জাতি বা ধর্মের সংকটকালে ধর্মের পাশে থাকা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

এই সম্মেলনে ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশ দাস মহাশয়।গত ২৭ মার্চ, রবিবার ১৯৭১ বাঙ্গালী হিন্দু গণহত্যা প্রদর্শনী বাংলাদেশ ফাইলস প্রদর্শনী করা হয়েছে যাদবপুর পালবাজারের মোড়ে। বিকাল ৫টা থেকে ৬টা প্রদর্শনীর কিছু চিত্র প্রকাশ করা হয়।এই প্রদর্শনীর কিছু অংশ নিয়ে তিনি হাজির হয়েছিলেন এই সম্মেলনে।সম্মেলনে উপস্থিত সকলেই প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন এবং আশা করছেন ভবিষ্যতে বাঙ্গালী হিন্দু নিজেদের অস্তিত্ব নিয়ে সচেতন হবে।