মালদায় দুই ঘন্টা ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হয়রানি, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ  

0
518

বঙ্গদেশ ডেস্ক: শেষ দফার নির্বাচন উপলক্ষে মালদায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মালদায় পৌঁছেই চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর আগে দক্ষিণ দিনাজপুরে নির্বাচনের দায়িত্ব পালন করেছিল এই জওয়ানরা। সেই দায়িত্ব শেষ করেই শেষ দফার নির্বাচনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে মালদা শহরে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানরা৷ মহিলা জওয়ানদের জন্যে স্থানীয় একটি স্কুলে থাকার বন্দোবস্ত করা হলেও, পুরুষ জওয়ানদের জন্যে কোনরূপ ব্যবস্থাই করা হয়নি৷ 

মহিলা জওয়ানদের নিবেদিতা গার্লস স্কুলে রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু পুরুষ জওয়ানরা ক্লান্ত পরিশ্রান্ত ও অভুক্ত অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। কিন্তু তারপরও কোন ব্যবস্থা করা হয়নি। শেষে বাধ্য হয়ে জওয়ানরা রাস্তায় নামে এবং বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এরপর স্থানীয় পুলিশ এসে মালদা গার্লস স্কুলে থাকার বন্দোবস্ত করে তাদের। থাকার বন্দোবস্ত হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের অবরোধ তুলে নেন৷ 

প্রায় ৪৫০ জওয়ান মালদায় পৌঁছেছিল দক্ষিণ দিনাজপুরের নির্বাচনে দায়িত্ব পালন শেষে। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত পরিশ্রান্ত। প্রথমে একটি স্কুলে নিয়ে গিয়ে মহিলা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হলেও পুরুষদের জন্যে কোন ব্যবস্থাই করা হয়নি। ক্ষুব্ধ এক জওয়ান আরও জানান যে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কোন পুলিশ কর্তা কথাই বলেননি। তাই উপায় না পেয়ে বাধ্য হয়েই তাদেরকে রাস্তা অবরোধ করে তার সুরাহা করতে হয়েছে। ক্ষুব্ধ ওই জওয়ান আরও জানান যে রাজ্যের এতো স্থানে ডিউটি করেও কোন স্থানে এরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি, একমাত্র মালদাতে এসেই এই বিরূপ পরিস্থিতিতে তাদের পড়তে হলো৷