আগুন লাগার পরেও – ৪১

0
608

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯] – [৪০]

একচল্লিশ

ঘরের বাইরেটায় বসে ছিল হূণ। পাগলাও একটু দূরে বসে আছে। পাগলার সাথে এখন বেশ ভাব হয়ে গেছে। প্রথম প্রথম হূণকে দেখলেই গুটিয়ে যেত। এখন খেতে দিলে খায়। কখনও কিছু বললে শোনে। অবশ্য শোনে বলতে এমন নয় যে কথাগুলো বোঝে। তবে কিছু বললে তার দিকে ঘুরে তাকায় চোখের নির্বাক দৃষ্টি নিয়ে। কে জানে, মানুষ কেন পাগল হয়! যখন পাখি মারা গেল, তখন তো তারও মনে হয়েছিল যে পাগল হয়ে যাবে। কিন্তু হয়নি তো! নাকি এই যে এখন এভাবে ভাবে, এইসব কাজ করে— এটাই তার পাগলামির লক্ষণ? কে জানে! হূণ অত ভাবে না। সে খালি জানে— তার একটাই লক্ষ্য। সুকুরদের রাজ শেষ করা। সেটাই এত দিন ধরে একটু একটু করে করেছে। এবার শেষ পদক্ষেপ। তার আগে এখন একটুও ঝুঁকি নিলে চলবে না।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo