অভিনেতা ব্রহ্মানন্দমের হিন্দু ধর্মের প্রতি অটুট ভালোবাসায় আপ্লুত নেটিজেনরা, বইছে প্রশংসার ঝড়

0
849

বঙ্গদেশ ডেস্ক:- সিনেমা প্রেমীদের মধ্যে খুব কম জন‌ই আছেন যে দক্ষিণ ভারতের বিখ্যাত কমেডিয়ান ব্রহ্মানন্দমকে চেনে না। তেলুগু সিনেমার উজ্জ্বল নক্ষত্র ব্রহ্মানন্দমকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে সন্মানিত‌ও করেছে। তিনিই একমাত্র জীবিত অভিনেতা যিনি ১০০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু কমেডিয়ান চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্রহ্মানন্দম হিন্দু দেব-দেবীর চিত্র‌ অঙ্কনের জন্য‌ও দক্ষ।

নতুন বছরের অবসরে জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন একটি ট্যুইট করে দুটো ছবি শেয়ার করেন। একটিতে ভগবান ভেঙ্কটেশ্বরের ছবি আর দ্বিতীয়টিতে সেই ছবিটিই একটি ক্যালেন্ডারে লাগানো রয়েছে। উনি ওই ট্যুইটে লেখেন, ‘আমাদের সকলের প্রিয় ব্রহ্মানন্দম গারুর থেকে এখন‌ও অবধি সবথেকে মূল্যবান উপহার পাওয়া গিয়েছে। ব্রহ্মানন্দম গারু এই ছবিটি ৪৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এঁকেছেন। ধন্যবাদ।”

উনি একথাও বলেন যে, শুধুমাত্র পেন্সিলের সাহায্যে এই পুরো ছবিটি বানানো হয়েছে। হাত দিয়ে বা কোনও মেশিনের ব্যবহার না করেই এই ছবিটি আঁকা হয়েছে। আল্লু অর্জুনের ওই পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এরপর নেট নাগরিকরা ব্রহ্মানন্দমের দ্বারা বানানো অন্য ছবি গুলো খুঁজে বের করে পোস্ট করতে থাকেন। একটি পোস্টে শ্রীরাম আর হনুমানের ছবি‌ও দেখা গিয়েছে। একটি ছবিতে ব্রহ্মানন্দমকে শুধুমাত্র ধুতি গায়ে দিয়ে ছবি আঁকতে দেখা গিয়েছে।

গণেশ চতুর্থীর আগে উনি ভগবান গণেশের প্রতিমা নিজের হাতে এঁকেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, সিনিয়র হওয়া সত্ত্বেও ব্রহ্মানন্দম আর আল্লু অর্জুন একে অপরের ভীষণ ভালো বন্ধু। সিনেমা প্রেমীরা এদের জুটিকে খুব পছন্দও করেন। অনেকেই এই দুই অভিনেতার হিন্দু ধর্মের প্রতি অটুট ভালোবাসার প্রশংসাও করেছেন।