তিন তালাকের বিরুদ্ধে প্রতিবাদী বিজেপির ইসরাত জাহানের বাড়িতে হামলার অভিযোগ

0
732

বঙ্গদেশ ডেস্ক: তালাকের বিরুদ্ধে প্রতিবাদী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের হাওড়ার পিলখানার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বিজেপি নেত্রী ইসরাত জাহান জানিয়েছেন, বুধবার দুপুরবেলা তার বাড়িতে যখন তিনি একা ছিলেন, সেই সময় শ্বশুরবাড়ির বেশ কয়েকজন দল বেঁধে হাতে অস্ত্র নিয়ে তার উপরে চড়াও হয়। এবং তাকে মারধর করে এমনকি তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনার পর তিনি গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে।

ইসরাত জাহান আরও জানান, তাঁকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য এই হামলা করা হয়েছে। তবে পুরো বিষয়ে তদন্ত করে দেখছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, তিন তালাকের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে দেশের শীর্ষ আদালত থেকে আইনি স্বীকৃতি ছিনিয়ে এনেছিলেন হাওড়ার পিলখানার ইসরত জাহান৷ তিন তালাকের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি পাওয়ার পরপরই বিজেপি শিবিরে নাম লেখান তিনি৷ এরপর রাজ্য দফতরে মহিলা মোর্চার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর ইশরাত জাহানকে দলের মহিলা মোর্চার সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজনীতিতে যথেষ্ট সক্রিয় তিনি।