পাহাড়ের কোলে এই প্রথম দুর্গা বন্দনা, মেতে উঠেছে পাহাড়বাসী

0
455

বঙ্গদেশ ডেস্ক:দেশ বা বিদেশ যেখানেই বাঙ্গালী ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন পুজোর ছোঁয়ায় মেতে ওঠে সকলে। কিন্তু এই প্রথম হিমালয় কন্যার পুজো হিমালয়ের পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে। কালিম্পংয়ের গরুবাথান ব্লকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২০০ ফুট উঁচুতে এই প্রথমবার দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। ঝান্ডি এবং সুন্তালে এবার পালন করা হবে দুর্গাপুজো। ফলে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই খুশি।

এই অঞ্চলে বসবাসকারী ভীষণ সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে এই আয়োজন সম্ভব ছিল না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন একজন ব্যবসায়ী।শুভম পোদ্দার যিনি একজন পর্যটন ব্যবসায়ী, ওই এলাকায় তাঁর একটি হোমস্টে আছে। তিনিই উদ্যোগ নিয়েছেন এই পুজোর। ক্লাব‌ও তৈরি করে ফেলেছেন স্থানীয়দের নিয়ে। নাম রেখেছেন ঝান্ডি সুন্তালে ইউনাইটেড ক্লাব।পুজোর নাম ‘ স্বর্গের পুজো’। পাহাড়ের কোলে সবুজের সমারোহ, পাহাড়, ঝর্না, নদী, কী নেই সেখানে? মাঝে মাঝে বেজে উঠবে ঢাক, ঢোল, ছড়িয়ে পড়বে ধূপ, ধুনোর গন্ধ।

শুভম পোদ্দার বলেছেন যে, তাঁর বরাবরের ইচ্ছে তিনি পাহাড়ে থাকবেন। সেজন্য তিনি এই হোমস্টে গড়ে তোলেন। বহু পর্যটক আসেন এখানে। এমনকি পুজোতেও ভিড় নজরে আসে। কিন্তু পুজোর সময় ঘুরতে গিয়ে পুজোর আনন্দ মিস হয়ে যায়। তাই গত তিনি এই পুজোর উদ্যোগ নিয়ে অবশেষে এই বছর আয়োজন করছেন। স্থানীয়রা তাঁকে সাহায্য করেছেন।মালবাজার থেকে সুবল পালের তৈরি মূর্তি এসেছে এখানে। ময়নাগুড়ি থেকে এসেছে পুরোহিত। ঢাকিরা যাবেন কলকাতা থেকে। এছাড়া হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।