আফ্রিকার পাশে বিশ্বগুরু ভারত, রুয়াণ্ডার প্রেসিডেন্টের ভারত সফর

0
654

বঙ্গদেশ ডেস্ক -এই মাসের শেষের দিকে আফ্রিকা থেকে রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগমে ভারত সফর করবেন। মহামারী পরবর্তী সময়ে কোনো আফ্রিকান রাষ্ট্রপ্রধানের এই প্রথম ভারত সফর। মহামারী হওয়ার আগে উভয় পক্ষের বেশ কয়েকটি উচ্চস্তরীয় সফর মিলিয়ে ভারত আফ্রিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল।

ভারত এবং রুয়ান্ডা, সম্পর্কের উষ্ণতাবৃদ্ধিতে উভয় দেশেরই বিশেষ সদিচ্ছা ছিল। ২০১৮ সালে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী আফ্রিকার এই দেশটিতে সফরও করেছিলেন। সেই সফরের সময়ে ভারত ২০০ গরু উপহার দেয় যা রুয়ান্ডার শিশুদের জন্য প্রয়োজনীয় দুধের যোগান দিয়েছিল এবং কৃষকদের আয় বৃদ্ধি করেছিল।

মার্চ মাসে ভারত রুয়ান্ডা দেশে ভ্যাকসিন সরবরাহ করে। ভারতে তৈরি ভ্যাকসিনের ২.৯ লক্ষ ডোজ সেখানে পাঠানো হয়, যার মধ্যে ২.৪০ লক্ষ লোককে COVAX এর অধীনে টিকাকরণ করানো হয় এবং 0.5 লক্ষ মানুষকে তা উপহার হিসাবে প্রেরণ করা হয় বলে উইওন তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

এই বছর, রুয়ান্ডার রাজধানী কিগালি-তে জুন মাসে কমনওয়েলথ ভুক্ত দেশের প্রধানদের একটি সভার আয়োজন করা হবে, কাগাম এই ঘোষণার সময় বলেন, “রুয়ান্ডা ২০২১ সালে কমনওয়েলথ দেশ ও আমাদের যুবক-যুবতীদের জন্য প্রচুর প্রযুক্তিগত, পরিবেশগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসবে। সব মিলিয়ে এক ব্যতিক্রমী উপলক্ষ তৈরি হবে।”

আকারগতভাবে এবং জনসংখ্যার নিরিখে ভারত কমনওয়েলথভুক্ত বৃহত্তম সদস্যসংখ্যার একটি দেশ, তার প্রধান হিসাবে ভারতের প্রধানমন্ত্রী মোদী এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী লন্ডনে ২০১৮ কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।