বাকস্বাধীনতার ক্ষেত্রে ‘অতি খারাপ’ পাকিস্তান, বৈশ্বিক ওয়াচডগ সংস্থার রিপোর্ট

0
556

বঙ্গদেশ ডেস্ক – ‘ডেমোক্রেসি মিডিয়া ম্যাটারস’ একটি নতুন রিসার্চ ধর্মী মূল্যায়নে প্রকাশ করেছে, ২০২০ সাল নাগাদ পাকিস্তান তার নাগরিকদের মত প্রকাশের অধিকার দিতে অক্ষম হয়েছে। যারা এরপরেও স্বাধীনভাবে নিজেদের বক্তব্য রেখেছেন, তাঁদের জন্য আইনি সুরক্ষার ব্যবস্থা করতেও তারা সক্ষম হয়নি।

‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর খবর থেকে জানা যায়, ‘দ্যা পাকিস্তান ফ্রিডম অফ এক্সপ্রেশন রিপোর্ট ২০২০’ বুধবার ওয়েবিনারের মাধ্যমে প্রকাশ করা হয়। কোভিডের কারণেই অনলাইন বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়।

এই প্রতিবেদনের সূচনা অনুষ্ঠানে পাকিস্তান বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ই ইউ)-এর রাষ্ট্রদূত আন্দ্রোলা কামিনারা বলেন, “আজকের আলোচনায় পাকিস্তান রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে একটি বিশদ বিশ্লেষণ করা হয়েছে এবং সেখান থেকে উঠে আশা চিন্তাজনক প্রবণতা সম্পর্কিত কিছু বিষয় তুলে ধরা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ‘ইউরোপীয় সনদ’-এও উল্লিখিত আছে। পাকিস্তানের জিএসপি-র পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনগুলি এবং ইউরোপীয় ইউনিয়ন ও পাকিস্তানের মধ্যে স্ট্রাটেজিক আলোচনায় বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রাখা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।”

নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে গত পাঁচ বছরে পাকিস্তানে ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। শুধুমাত্র ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁদের মধ্যে সাতজন সাংবাদিক মারা গেছেন।

এই রিপোর্টে পাওয়া গেছে যে ২০২০ সালে পাকিস্তানী মিডিয়া এবং ইন্টারনেট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপস, বিনোদনমূলক বিষয়বস্তু এবং সংবাদ আলোচনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, স্থগিতাদেশ জারি করেছে। অনলাইন কন্টেন্টে স্বেচ্ছাচারী আইন এবং নিয়ন্ত্রণমূলক নিষেধাজ্ঞাও জারি করেছে। তাদের মতে এটি একটি সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। সমীক্ষায় বলা হয়েছে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতকারী দীর্ঘ প্রতীক্ষিত আইন এখনও বলবৎ না করার কারণে সাংবাদিকরা শারীরিক, আইনি এবং ডিজিটাল হুমকির শিকার হন।