নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, বললেন ২০০ আসনেরও বেশি নিয়ে ক্ষমতায় আসছি

বঙ্গদেশ ডেস্ক: রাজ্যের নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। ফলাফলের আশায় দিন গুনছেন রাজ্যবাসী। সবার মুখেই একটাই প্রশ্ন, কে আসছে ক্ষমতায়! এরই মধ্যে রাজ্যের নির্বাচনী উত্তেজনা বাড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান তাদের সমীক্ষা এবং এক্সিট পোল প্রকাশ করা শুরু করেছে। বিভিন্ন সমীক্ষায় বিভিন্নরকম তথ্য উঠে আসছে। কোথাও বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে, কোথাও বা তৃণমূলকে। মুখ্যভাবে উঠে আসছে এই দুটি দলই। সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলো যে রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে তা একপ্রকার স্পষ্ট এই সমীক্ষাগুলো থেকে। 

এরই মধ্যে রাজনৈতিক নেতারা তাদের নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করা শুরু করেছে। তৃণমূল নেতাকর্মীরা যেমন বলছেন আমরাই জিতবো, অন্যদিকে বিজেপি নেতাকর্মীরাও বলছেন আমরাই জিতবো। সব মিলিয়ে রাজ্য রাজনীতির কড়চা বেশ তুঙ্গে। এরই মধ্যে নির্বাচন নিয়ে নিজের আত্মবিশ্বাসী মতামত প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে সকালে প্রাতঃভ্রমণে এসে সংবাদমাধ্যমের কাছে তিনি নিজের আশাবাদ করেন। 

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনে বিজেপি ল্যান্ড স্লাইড জয়লাভ করবে বলে মন্তব্য করেন। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, ” ২০০ আসনেরও বেশি আসন নিয়ে আমরাই ক্ষমতায় আসছি। ২ তারিখই সমস্ত ব্যাপারটা জানা যাবে। অনেক সমীক্ষায় ওরা এগিয়ে, অনেক সমীক্ষায় আমরা। অনেক সংস্থা তাদের ছয় মাস আগের বক্তব্যই বলছে। আমরা এক্সিট পোল নয়, এক্সাক্ট পোলে বিশ্বাসী। আমরা যেটা চেয়েছি, সেই ফলাফলই হবে এতে কোন সন্দেহ নেই৷ মানুষ বদল চায়। “