মহিলাদের সঙ্গে অভদ্রতা করলেই অভিযুক্তের ছবি সহ পোস্টার দেবে যোগী সরকার

0
858

বঙ্গদেশ ডেস্ক: উত্তরোত্তর বেড়ে চলা নারী নিগ্রহের ঘটনায় রাশ টানতে বড়সড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘোষণা করেছেন, উত্তর প্রদেশে যদি কেউ মহিলাদের সঙ্গে অভদ্রতা করে, তাহলে তাঁর ছবি সহ পোস্টার শহর জুড়ে লাগিয়ে দেওয়া হবে। যোগী সরকার এই ধরনের একটি পদক্ষেপ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে সরকারি সম্পত্তি নষ্ট করার ক্ষেত্রে করেছিল৷

জানা গিয়েছে, যোগী সরকারের এই অভিযান সফল করতে রাজ্যের মহিলা পুলিশ আধিকারিকদের বড় দায়িত্ব দেওয়া হবে। মহিলা পুলিশ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নজর রাখবে। এরপর কাউকে মহিলাদের সঙ্গে অভদ্রতা করতে দেখলেই, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ কম করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, মহিলাদের সঙ্গে যেকোনও অপরাধ করা মানুষদের বিরুদ্ধে মহিলা পুলিশকর্মীদের দিয়ে দণ্ডিত করা হবে। মহিলা পুলিশকর্মীদের দিয়েই যেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ানো হয়৷ এরকম অপরাধী আর তাঁদের সাহায্য যারা করে তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে। যেভাবে অ্যান্টি রোমিও স্কোয়াড দাবাং আর মহিলাদের বিরুদ্ধে অপরাধ করা মানুষদের কোমর ভেঙেছিল৷ সেভাবেই রাজ্যের প্রতিটি জনবহুল এলাকায় পুলিশের অভিযান চালাতে হবে। কোথাও মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধ হলে, থানা ইনচার্জ, থানার পর্যবেক্ষক আর সিওকে দায়ী করা হবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘মহিলাদের আর নাবালিকাদের সাথে ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন উৎপীড়ন করা অপারাধী আর তাঁদের সাহায্যকারীদের নাম প্রকাশ করা হবে। এরকম করলে, তাঁদের সাহায্যকারীদের মধ্যে বদনামের ভয় সৃষ্টি হবে।’’