মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে প্রাণ দিলেন হিন্দু পিতা

0
1979

বঙ্গদেশ ডেস্ক:- পাকিস্তান-কাশ্মীর সবসময় সারা দেশের মানুষের ঠেকের আড্ডায় ঝড় তোলে। পরিসংখ্যান বলছে পাকিস্তানে জোর করে অপহরণ, ধর্ষণ, ধর্মান্তরকরণ এবং হিন্দু, শিখ, বৌদ্ধসহ অন্যান্য আরোও সংখ্যালঘুদের উপর নৃশংসতার ঘটনা সবচেয়ে বেশি। এবারে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সংখ্যালঘু হিন্দুদেরদের ওপর বর্বর অত্যাচারের কাহিনী। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে জোর করে এক সংখ্যালঘু হিন্দু কন্যাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। নির্যাতিতার বাবা প্রতিরোধ করার চেষ্টা করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

অপ‌ইন্ডিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক হিন্দু বাড়ীতে জোর করে ঢুকে ওই বাড়ির মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। মেয়েটির বাবা মেয়েকে অপরাধীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে দুর্বৃত্তদের হাতে তাঁকে প্রাণ হারাতে হয়।

পাকিস্তানি সমাজকর্মী রাহাত অস্টিন টুইটে জানিয়েছেন, মুহম্মদ আজমতের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জোরপূর্বক বৃদ্ধ শিব কোহলির বাড়িতে প্রবেশ করেছিল এবং তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। তিনি বাধা দিতে এলে নিষ্ঠুরভাবে নির্যাতন করে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের গ্রেফতার করার পরিবর্তে, নিহতের পরিবারকে গ্রেপ্তার করেছে।

রাহাত অস্টিন, পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরে জানিয়েছেন, বিচার ব্যবস্থার স্তরের যাচাই প্রয়োজন।‌কারণ পাকিস্তান পুলিশ নিহতদের পরিবারকে কোনও ধরণের সহায়তা করা বা দোষীদের বিরুদ্ধে মামলা করার পরিবর্তে মৃতের পরিবারকে গ্রেপ্তার করেছে।

সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, ২ রা জুন পাকিস্তানের সিন্ধু প্রদেশে একইরকম ঘটনা ঘটেছিল। ছয় জন সশস্ত্র লোক ১৩ বছর বয়সী এক হিন্দু কন্যাকে নিয়ে পার্মী ভিলের ঘরে প্রবেশ করেছিল এবং তার পরিবারকে ভীষণ বাজেভাবে মারধর করা হয় এবং মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে সারারাত ধরে হিন্দু মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়।

নিউজ রিপোর্ট থেকে জানা যায়, ওই মাসেই পাকিস্তানের সিন্ধু প্রদেশের হালা মিতারিতে আরও এক ১৪ বছর বয়সী হিন্দু কিশোরীকে অপহরণ করা হয়েছিল। রাহাত অস্টিনের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় অপহৃতা কিশোরীর মা শোকে ভেঙে পড়েছেন। তিনি কাঁদো কাঁদো গলায় বলতে থাকেন যে “এই দেশে জন্মগ্রহণ করা অভিশাপ।’’ অস্টিনের বক্তব্য অনুযায়ী, ১৪ বছর বয়সী নাসিবানকে যৌন নিপীড়ন এবং জোর করে ইসলামে ধর্মান্তরিত করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।