তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন ISF প্রার্থীর, ভোটের আগেই বিপাকে সংযুক্ত মোর্চা

0
738

বঙ্গদেশ ডেস্ক: একদিন পরেই নির্বাচন, তার আগেই চাপে পড়লো সংযুক্ত মোর্চা। দলের অভ্যন্তরে শুরু হয়েছে বড় ধরণের বিবাদ। বিবাদের শুরু কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জ বিধানসভায় সংযুক্ত মোর্চার প্রার্থী অনুপ কুমার মণ্ডল। সম্প্রতি অনুপ কুমার মণ্ডল তার সমর্থকদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আবেদন জানায়। ফলে দলের ভেতরে তৈরী হয়েছে চরম বিতর্ক ও বিবাদ। এছাড়াও তিনি সংযুক্ত মোর্চার অন্যতম শরিক সিপিএম এর প্রার্থী ঝুনু বৈদ্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ফলে নির্বাচনের একদিন পূর্বেই কার্যত বেশ চাপে রয়েছে সংযুক্ত মোর্চা। 

এই বিষয়ে অনুপ কুমার মণ্ডল জানান, “সিপিএম এখানে প্রার্থী দেওয়ার ফলে আমি কোন ভোট পাবো না। ঝুনু বৈদ্যও জিততে পারবেন না। তাই আমি আমার সমর্থকদেরকে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আবেদন জানিয়েছি। ” এর আগেও নদীয়া জেলায় সংযুক্ত মোর্চায় প্রার্থী নিয়ে বিবাদ তৈরী হয়েছিল। সেই একই ধারাবাহিকতায় কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে নির্বাচনের একদিন আগেই অভ্যন্তরীণ বিবাদের ফলে বিপাকে পড়েছে সংযুক্ত মোর্চা। 

সংযুক্ত মোর্চার প্রার্থী অনুপ কুমার মণ্ডল আরও বলেন, আমাকে প্রথমে কৃষ্ণগঞ্জে প্রার্থী করা হয়। আমি মনোনয়ন জমা দিই। এরপর সিপিএম আমাকে বারবার  মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমি করিনি। এরপ সিপিএম নিজেদের মতো করে ঝুনু বৈদ্যকে প্রার্থী করে দেয়। এরপরে আমি থানায় অভিযোগ করি। এদিকে কৃষ্ণগঞ্জ বিধানসভায় প্রার্থী দেওয়ার কথা ছিল সেক্যুলার ফন্টের। কিন্তু তারপরেও সিপিএম সেখানে প্রার্থী দেয়। ফলে অনুপ কুমার মণ্ডল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তাই আপাতত কৃষ্ণগঞ্জ বিধানসভায় আপাতত হারের হিসেব নিকেশই হয়তো করছে সংযুক্ত মোর্চা।