ইসলামিক বাংলাদেশে হিন্দু নির্যাতনের মাধ্যমে নতুন বছরের শুরু, ইভটিজিং কে কেন্দ্র করে হামলা হিন্দুদের ওপর

0
687

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক বাংলাদেশে গতকাল ছিল পহেলা বৈশাখ। ইসলামিক বাংলাদেশের উগ্র মুসলিম জনতা নতুন বছর শুরু করলো হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাধ্যমে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া গ্রামের বর্মণ পাড়ায় গতকাল দুপুরে একটি হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে অন্তত ৮ জনকে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, টাকাটুকিয়া গ্রামের বর্মণ পাড়ার স্কুল পড়ুয়া হিন্দু ছাত্রীদেরকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে তাহিরপুরে স্যাটেলার খ্যাত টুকেরগাঁও গ্রামের কাশেম মিয়া, লাইট মিয়া, মুসা মিয়া, পাবেল মিয়াসহ এলাকার কয়েকজন চিহ্নিত কয়েজন মুসলিম যুবক। 

বিষয়টি নিয়ে প্রায় চার মাস পূর্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি ভবিষ্যতে এমন কাজ করবে না বলে সালিসে অঙ্গীকার করেছিল তারা। অভিযোগ প্রমাণিত হওয়ায় সালিসকারীরা অভিযুক্তদেরকে কান ধরে উঠবস করায়। এই ঘটনার পর আরও অপমানিত বোধ করে অভিযুক্ত মুসলিম যুবকরা। এতে ব্যাপক বেপরোয়া হয়ে ওঠে তারা। তারা সংগঠিত হয়ে টাকাটুকিয়া গ্রামের বর্মণ পাড়ায় এসে হিন্দু মেয়েদের পুনরায় উত্যক্ত করা শুরু করে। ফলে এই বখাটেদের জন্য বর্মণ পাড়ায় হিন্দু মেয়েদের বাড়ি থেকে বের হওয়াই দুষ্কর হয়ে দাঁড়ায়। 

গতকাল বুধবার দুপুরে টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের প্রতিবাদী ছেলে সঞ্চিত বর্মণকে রাস্তায় একা পেয়ে প্রচন্ডভাবে মারধর করে ওই মুসলিম বখাটেরা। সঞ্চিতের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় তারা। এক পর্যায়ে সেই মুসলিম বখাটেদের সঙ্গে টুকেরগাঁও গ্রামের ১৫-২৫ জন মুসলিম যুবক অস্ত্রশস্ত্র নিয়ে টাকাটুকিয়া গ্রামের দেবেন্দ্র বর্মণের বাড়িতে হামলা চালায়। আহতদেরকে সাথে সাথে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেয়নি স্থানীয় পুলিশ৷