সেনাবাহিনী মোতায়েন করবে এবার শব্দের চেয়েও দ্রুতগামী শৌর্য মিসাইল

0
521

বঙ্গদেশ ডেস্ক:- সমরশক্তি সঞ্চয়ে আত্মনির্ভরতার পথে আরো একধাপ এগিয়ে গেল ভারত। চীন, পাকিস্তানকে চাপে রেখে ভারত সরকার সবুজ সিগন্যাল দিল ৭০০ কিমি রেঞ্জের ভূমি থেকে আকাশে উড়ান ক্ষমতা সম্পন্ন শৌর্য মিসাইলকে। হিন্দুস্তান টাইমসের দেওয়া খবর অনুযায়ী, এটি তৈরি করেছে Defence Research and Development Organisation (DRDO).

ক্ষেপণাস্ত্রটি ওড়িশার বালাসোরে ৩ অক্টোবর চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার মধ্য দিয়ে সফলতা লাভ করেছিল। শৌর্য ৫০ কিলোমিটার উচ্চতায় মাক ৭ সুপারসনিক গতিতে উড়তে সক্ষম এবং এটি ম্যাক ৪ গতিতে ১৬০ কেজি ওজনের ওয়ারহেড বহন করে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারে।

এই ক্ষেপণাস্ত্রটি শীঘ্রই জাতীয় সুরক্ষা কাউন্সিল (National Security Council বা NSC)র নির্দেশনায় কাজ করা ভারতীয় কৌশলগত বাহিনী (Indian Strategic Foces) দ্বারা পূর্ব চিহ্নিত স্থানগুলিতে স্থাপন করা হবে।

এই মিসাইলটি সাবমেরিন উৎক্ষেপিত বি.এ-০৫ মিসাইলের ভূমি নিয়ন্ত্রিত (surafce to surface) সংস্করণ।

সেনাবাহিনী সূত্রের খবর, ইতিমধ্যেই DRDO প্রস্তুতি নিচ্ছে ৮০০ কিমি রেঞ্জের সাবসনিক মিসাইল নির্ভয়ের উৎক্ষপণের। এই মিসাইলটি লাদাখের যে অঞ্চলে চীন বারংবার অনুপ্রবেশের অপচেষ্টা করেছে, সেখানে সীমিত সংখ্যায় স্থাপন করা হয়েছে।