তৃণমূলের রোষে এবার “গৈরিক” গাঁদা ফুল, বাদ গিয়েছে জাতীয় ফুল পদ্মও

0
759

বঙ্গদেশ ডেস্ক:- কলকাতার বুকে উদ্বোধন করা হলো নতুন রুফটপ পার্ক। কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে জি জে খান পাম্পিং স্টেশন এর ছাদে তৈরি করা হয়েছে রুফটপ পার্ক। কলকাতা পুরসভার উদ্যোগে তৈরী এই পার্ক ভোটের আগে উদ্বোধন করা হলো। গ্রীন গার্ডেনটির আয়তন ৮০০০ স্কয়ার ফিট। পার্কটির নামকরণ করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। ভোটের মুখে তৃণমূল উন্নয়নকে মুখ্য বিষয় হিসেনে সামনে রেখে নির্বাচনে লড়ার লক্ষ্যে এই পার্কটি তৈরি করা হয়েছে বলে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। 

পার্কটি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায় প্রমুখ। কলকাতা কর্পোরেশনে সহায়তায় ও স্থানীয় বিধায়ক জাভেদ খান এবং কো-অর্ডিনেটর ফাইয়াজ আহমেদ খান এর সম্মিলিত উদ্যোগে এই গার্ডেন প্রবীণ নাগরিক ও শিশুদের জন্য তৈরি করা হয়েছে বলে কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে। আপাতদৃষ্টিতে উন্নয়নমূলক মনে হলেও এই গার্ডেনকে ঘিরেও যে তৃণমূল রাজনৈতিক খেলায় মেতেছে ও নেমেছে একটু গভীরে গেলেই তা বোঝা যায়।

জাবেদ খান জানিয়েছেন সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হলেও, গেরুয়া রঙের গাঁদা ও জাতীয় ফুল পদ্মকে বাদ দেওয়া হয়েছে। গাঁদা ফুলের বিষয়ে কারণ দেখানো হয়েছে যে গাঁদা ফুল নাকি ঠিকঠাকভাবে ফোটে না, গন্ধ নেই এবং তাড়াতাড়ি নাকি মরে যায়। অন্যদিকে জাতীয় ফুল পদ্মের বিষয়ে কারণ দেখানো হয়েছে যে, পার্কে নাকি আর কোন জায়গা অবশিষ্ট নেই! কিন্তু বাস্তবিকপক্ষে সবাই কমবেশি বুঝতে পারছে যে ভোটের মুখে উন্নয়নের ভেতরেও অনেক বড় রাজনীতি লুকিয়ে রয়েছে। এই ধরনের রাজনৈতিক বোধ যদি চালু রাখা হয় তবে নির্দ্বিধায় বলা যায় যে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির জন্য তা নিশ্চিতভাবেই এক অশনি সংকেত।