নির্বাচনের আগেই কৃষ্ণনগরে গোষ্ঠিদ্বন্দে দিশেহারা তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী হামলার অভিযোগ কৌশানীর

0
738

বঙ্গদেশ ডেস্ক:প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির মুকুল রায়। লড়াইটা যে খুবই কঠিন তা তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি জানেন। তাই নির্বাচনের মাঠে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। কিন্তু তাও শেষ রক্ষা করতে পারছেন না এই তৃণমূল প্রার্থী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নির্বাচনের আগে অসহায় ও দিশেহারা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। গত শুক্রবার এই গোষ্ঠীদ্বন্দকে কেন্দ্র করে ১২ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকায় এক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তৃণমূলের এক শ্রমিক নেতার বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের উপর হামলা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিন তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মলয় কুন্ডু। হঠাৎ সেখানে সদলবলে উপস্থিত হয় তৃণমূলের শ্রমিক নেতা তপন কুন্ডু। তপন কুন্ডু ও তার দল-বল এরপর সেখানে উপস্থিত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মলয় কুন্ডুর উপর দলীয় কোন্দলের জেরে আক্রমণ করে এবং তাকে মারধোর করে। অন্যদিকে এই ঘটনাকে দুষ্কৃতী হামলা বলে সাফাই দিচ্ছেন তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। ইতিমধ্যে তৃণমূলের শ্রমিক নেতা তপন কুন্ডুকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মলয় কুন্ডু প্রাথমিক চিকিৎসা নেন। তিনি বিষয়টি নিয়ে জানাতে গিয়ে বলেন, “নির্বাচনের সব কাজ শেষ করে আমি পার্টি অফিসে যাই। সেখানে কার্যকর্তাদের সাথে কথা বলতে বলতে চা পান করছিলাম। হঠাৎ শ্রমিক নেতা তপন কুন্ডু তার লোকজন নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমাকে তারা মারধর করে। এক পর্যায়ে চাকু নিয়ে আমার ওপর হামলা চালায়। কিন্তু দলীয় কর্মীরা আমাকে রক্ষা করে, একজন আমাকে বাঁচাতে গিয়ে আহতও হয়েছে চাকুর আঘাতে।”