প্রবল তাপে জনসভায় অসুস্থ দলীয় কর্মী, মেডিকেল টিমকে নির্দেশ, প্রধানমন্ত্রীর মানবিকতায় মুগ্ধ জনতা

0
751

বঙ্গদেশ ডেস্ক: তীব্র তাপমাত্রার মুখোমুখি হচ্ছে গোটা দেশ। রাজ্য আসামে একদিকে নির্বাচনী উত্তাপ, অন্যদিকে তীব্র দাবদাহ, সব মিলিয়েই উত্তপ্ত অবস্থা। এরই মধ্যে আসামের তামুলপুরের বক্সা জেলায় আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। কিন্তু উৎসুক সমর্থক ও জনতা তীব্র তাপকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে সকাল থেকেই উপস্থিত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা, অন্যদিকে বাড়তে থাকে মানুষের চাপ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঞ্চে উপস্থিত তখন দুপুরের কড়া তপ্ত রোদ। তীব্র দাবদাহে সকলে পুড়ছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপহীন উপস্থিত জনতা, কারণ বক্তা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং! চেনা মেজাজেই দেখা গেলো প্রধানমন্ত্রীকে। কংগ্রেস পরিচালিত “মহাজোট” প্রসঙ্গ তুলে একহাত নিলেন কংগ্রেসকে। আসামবাসীর ভালবাসা দেখে আপ্লুত হয়ে বললেন, আসামে এনডিএ সরকারই ফিরছে। একসময় সভায় ঘটে যায় একটি ঘটনা, তীব্র দাবদাহে জনশূন্যতায় ভুগে অসুস্থ হয়ে পড়েন এক দলীয় কর্মী। তখনই সাথে সাথে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানবিক রূপ।

দর্শকদের মধ্যে একটি অংশে হইচই দেখে তৎক্ষণাৎ থামিয়ে দিলেন ভাষণ, খবর নিলেন সেই স্থানে কি হয়েছে। যখনই ঘটনা সম্পর্কে জানতে পারলেন, এক মুহূর্তও না ভেবে নিজের সাথে থাকা মেডিকেল টিমকে তড়িৎগতিতে নির্দেশ দিলেন সেই অসুস্থ হয়ে পড়া দলীয় কর্মীর চিকিৎসা করতে। এর সাথে সাথেই প্রধানমন্ত্রীর মেডিকেল টিম সেখানে পৌঁছে যায় এবং জনশূন্যতার কারণে অসুস্থ হয়ে যাওয়া সেই দলীয় কর্মীর চিকিৎসা শুরু করে।

 বর্তমানে সেই দলীয় কর্মী সুস্থ রয়েছে। উপস্থিত জনতা প্রধানমন্ত্রীর এই মানবিক রূপ দেখে মুগ্ধ, সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীত ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। নরেন্দ্র মোদী অতীতে বহুবার দলীয় কর্মীদের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসার কথা বলেছেন। মূলত প্রধানমন্ত্রীর সেই শ্রদ্ধা ও ভালবাসার চিত্রটিই দেখা গেলো আজ আসামের জনসভায়।