মমতা ব্যানার্জীর রোড শোয়ে ষাঁড়ের তাণ্ডব

0
649

বঙ্গদেশ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রোড শো ভণ্ডল করতে এবার জয় শ্রীরাম স্লোগান নয় ঢুকে পড়ল আস্ত একটি ষাঁড়, স্বয়ং শিবশম্ভুর বাহন । মুখ্যমন্ত্রীর জনসভায় জোরজবরদস্তি লোক ঢুকিয়ে দেওয়া হোক বা তাঁর গাড়ি দেখলেই জয় শ্রীরাম স্লোগান ওঠা হোক, এই সব বিষয়ে বারবারই গোঁসা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শনিবার বিকেলে হাওড়ায় ইছাপুর জলট্যাঙ্ক থেকে সালকিয়া সম্মিলনী পার্ক পর্যন্ত হুইলচেয়ারে বসেই রোড শো করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রোড শো-র মধ্যেই হঠাৎই ঢুকে পড়ে একটি ছুটন্ত ষাঁড়। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের র‍্যালিতে কিছুক্ষণের জন্য তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। তৃণমূল নেত্রী হুইলচেয়ারে বসে ছুটতে শুরু করেন।

ওই ষাঁড়কে নিয়ন্ত্রণে আনতেরীতিমতো হিমসিম খেতে হয় পুলিশকে। সিং নেড়ে নেড়ে জনতার দিকে তেড়ে যায় ষাঁড়টি। লোকজন বাবা গো, মা গো বলে যে যার মতো দৌড়াতে শুরু করে। কথায় আছে লাল রং দেখলে নাকি ষাঁড় ক্ষেপে ওঠে কিন্তু সালকিয়ার রোড শোতে কিন্তু দেখা গেল উল্টো ছবি।

ভিডিওতে দেখা গিয়েছে লাল জামা পরেই ষাঁড়টিকে সরানোর চেষ্টা করছেন কয়েকজন। কিন্তু তাতে হিতে বিপরীত হল। রাগের চোটে সিং উঁচিয়ে তেড়ে গেল ষাঁড়টি। শেষ পর্যন্ত বহু কষ্টে তাকে কোনোরকমে বাগে আনা গেল। এরপরই স্বস্তি ফেরে র‍্যালিতে।

রাজনীতির এই চড়া উত্তাপের মধ্যে এই ঘটনা কোথাও যেন এক ঝটকায় মনে করিয়ে দিল বাংলা সিনেমার ইতিহাসে যুগান্তকারী ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর সেই অবিস্মরণীয় দৃশ্য, যেখানে যমরাজকে জব্দ করতে ভোলা নামক ষাঁড়কে লেলিয়ে দিয়েছিলেন ছবির নায়ক ভানু বন্দ্যোপাধ্যায় ওরফে সিধু। নরকে তখন রীতিমতো হুলুস্থুল পরিস্থিতি। প্রাণ হাতে নিয়ে তখন দৌড়াচ্ছে গোটা যমালয়। কিংবদন্তী সেই দৃশ্যরই যেন পুনরাবৃত্তি হল হাওড়ায়।