ভ্যাক্সিন মৈত্রীঃ তিব্বতি তথা বৌদ্ধদের নেতা দালাই লামা নিলেন ভারতীয় টিকা, সম্পূর্ণ সুস্থ

0
603

বঙ্গদেশ ডেস্ক – বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে দালাই লামার গুরুত্ব অপরিসীম। তিনি যা বলেন গোটা বিশ্বের বৌদ্ধরা সেটাই মেনে চলেন। তিনি চীনের দ্বারা দখলীকৃত তিব্বতিদেরও প্রধান নেতা। সেই তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে শনিবার ৬ ই মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায় কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল।

তিনি ধর্মশালার জোনাল হাসপাতালে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছিলেন। চীন, তিব্বতের দখল নেওয়ার পর থেকেই দালাই লামা এবং তাঁর সঙ্গে বহু সংখ্যক তিব্বতিরা ভারতে শরণার্থী হিসেবে চলে আসেন। তাঁদের একটি বিশাল অংশ থাকেন হিমাচলে।

তিব্বতের আধ্যাত্মিক নেতাকে টিকা দেওয়ার একটি ভিডিও তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছিল। বলাবাহুল্য, এতে গোটা বিশ্বের সামনে ভারতের ভ্যাক্সিন নিয়ে একটি ভাল বার্তা যেমন যাবে একইসঙ্গে চীনের মাথা ব্যাথারও কারণ হবে। একদিকে এর ফলে বার্তা গেল, চীনের সৃষ্ট ভাইরাসের বিনাশ করছে ভারত। অন্যদিকে তিব্বতের চীনবিরোধী স্বাধীনতা আন্দোলন এবং তাতে ভারতের সমর্থন, এই বিষয়টি চীনা কমিউনিস্ট পার্টির মাথা ব্যাথার কারণ হবে। ‘ওয়ান চায়না পলিসি’ -র উপরেও আঘাত আসতে পারে, অদূর ভবিষ্যতে।

ধর্মশালা ভিত্তিক কেন্দ্রীয় তিব্বত প্রশাসন (সেন্ট্রাল টিবেটান এস্যোশিয়েশান – সিটিএ) ভারত সরকারকে চিঠি দিয়ে দালাই লামাকে টিকা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করতে অনুরোধ করেছিল। তার পরেই এই ব্যবস্থা নেওয়া হয়।

সিটিএ, যেটি তিব্বত থেকে নির্বাসিতদের জন্যে শরণার্থী সরকার (গভমেন্ট ইন এক্সাইল) হিসাবেও পরিচিত, তারা কেন্দ্র সরকার এবং কংরা জেলা মেডিকেল অফিসারকে দালাই লামা এবং তাঁর কর্মচারীদের প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছিল বলে ‘হিন্দুস্তান টাইমস’ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

শরণার্থী তিব্বতি প্রশাসন, ভারতে বসবাসরত সম্পূর্ণ তিব্বতি সম্প্রদায়কেই টিকা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।