জীবনযুদ্ধে পরাস্ত হয়ে না ফেরা দেশে চলে গেলেন নির্ভীক ও প্রখ্যাত সাংবাদিক রোহিত সারদানা 

0
673

বঙ্গদেশ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে দেশবাসী হারিয়েছে রথীমহারথীকে। দেশের অনেক সুযোগ্য সন্তান এই মহামারীর মাঝে গিয়েছে, পাড়ি জমিয়েছে না ফেরার দেশে, দেশবাসী তাদেরকে দিয়েছে চোখের জলে বিদায়। এবার দেশের আরও এক সুযোগ্য সন্তানকে হারালো দেশবাসী। সংবাদমাধ্যম আজ তক এর দুঁদে সাংবাদিক রোহিত সারদানা আজ চলে গেলেন না ফেরার দেশে। দেশজুড়ে তিনি তাঁর নির্ভীক সাংবাদিকতার জন্যে সুপরিচিত ছিলেন। 

পূর্বে জি নিউজে কাজ করলেও ২০১৭ সালে আজ তক চ্যানেলে যোগদান করেন রোহিত সারদানা। দেশজুড়ে নিজের তুখোড় সাংবাদিকতার জন্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই টিভি সাংবাদিক। নিজের দুঃসাহসিক কাজের জন্যে মিলেছিল সুখ্যাতিও। আজ তক চ্যানেলে রোহিত সারদানার শো এর টিআরপি-ও ছিল আকাশছোঁয়া, কারণ তাঁর নির্ভীক সাংবাদিকতার অনন্য নজির। প্রখ্যাত সাংবাদিক সুধীর চৌধুরী তাঁর অকালপ্রয়াণে ট্যুইটের মাধ্যমে শোকজ্ঞাপন করেছেন।

নিজের শো-তে অসংখ্য মানুষের সাথে তর্কে জিতেছেন যুক্তির বলে। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেলেন জীবনযুদ্ধে। ২০০৮ সালে তিনি তাঁর নির্ভীক ও দুঃসাহসিক সাংবাদিকতার জন্যে গণেশ বিদ্যার্থী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। বিগত ১৯ দিন ধরে তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। জানা গিয়েছে তিনি করোনাতেও সংক্রমিত হয়েছিলেন। করোনা সংক্রমণ ছাড়াও হৃদরোগের কারণেও তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর এই অকালপ্রয়াণে দেশজুড়ে চলছে শোকের ছায়া।