সৌরভের রাজনীতিতে নিয়ে যোগদান নিয়ে জল্পনা উষ্কে দিলেন দেবশ্রী রায়

0
615

বঙ্গদেশ ডেস্ক: কিছুদিন আগেই বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়বে। কিন্তু তার আগে থেকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।এদিন সৌরভের রাজনীতিতে অভিষেক নিয়ে সেই জল্পনা উষ্কে দিলেন দেবশ্রী রায়।

গতবছর অক্টোবরে বিসিসিআই সভাপতি হওয়ার সময়েই সৌরভের বিজেপিতে যোগদান এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকী সৌরভের জন্মদিনের দিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় অবধি বলে দিয়েছিলেন যে সৌরভ রাজনীতিতে যোগদান করলেও শীর্ষেই পৌঁছোবেন।

সৌরভ যে শুধু বিসিসিআই সভাপতি তা নয়, তিনি জি বাংলার একটি জনপ্রিয় শো দাদাগিরিও সঞ্চালনা করেন। শীঘ্রই দাদাগিরি আনলিমিটেড সিজন-৮ নিয়ে প্রত্যাবর্তন করছেন তিনি৷ সেই দাদাগিরিরই একটি বিশেষ পর্বে থাকছেন দেবশ্রী রায়। সেই বিষয়ে কথোপকথনের সময়েই দেবশ্রীকে মহারাজের রাজনীতিতে অভিষেক নিয়ে প্রশ্ন করা হলে দেবশ্রী জবাব দেন, ‘ এটা সৌরভের ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, উনি রাজনীতিতে এলে ভালই পারফর্ম করবেন।’ তবে কোন দলের হয়ে আত্মপ্রকাশ করবেন সৌরভ, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি দেবশ্রী।