ঢাকুরিয়ার সেলিমপুরে শিবরাত্রির পূজায় বাধা, দীর্ঘ বচসার পর শিবলিঙ্গ ফিরল সস্থানে

0
1194

বঙ্গদেশ ডেস্ক: এবার কলকাতার বুকে দেখা মিললো এক মন খারাপ করা চিত্রের। খোদ শিবরাত্রির দিনেই শিবের পূজা নিয়ে রীতিমতো তোলপাড় কলকাতা। ঘটনাস্থল কলকাতার ঢাকুরিয়ার সেলিমপুরে। দীর্ঘ তর্কবিতর্ক ও অসন্তোষের পর পুনরায় শিবরাত্রির পূজা শুরু করে স্থানীয় হিন্দুরা। ঘটনাটি ইতিমধ্যেই ব্যপক ভাইরাল। 

ঢাকুরিয়ার সেলিমপুরের ঐক্যতান এলাকা। স্থানীয় হিন্দুরা শিবের নিষ্ঠাবান ভক্ত, তাই প্রথা অনুযায়ী শিবরাত্রির দিনে সকলেই নিয়েছিল পূজার উদ্যোগ৷ পূজার আয়োজনও করা হয়, কিন্তু তাতে বাধ সাধে স্থানীয় পুলিশ। পুলিশ পূজা স্থলে এসে পূজা বন্ধ করে দেয়। কারণ হিসেবে তারা বলে যে এই স্থানে শিবপূজা করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ শিবলিঙ্গ তুলে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। ফলে ফুঁসে ওঠে স্থানীয় ধর্মপ্রাণ হিন্দুরা। তারা পুলিশের সাথে বচসা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ঘটনাটি ভাইরাল হয়ে যায় এবং প্রতিবাদ শুরু হয়। https://m.facebook.com/story.php?story_fbid=10158651214390020&id=660660019

পুলিশের প্রতি একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে তারা পূজা করার জন্যে লড়াই করতে থাকে৷ তারা প্রশ্ন ছুঁড়ে দেয় যে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা হওয়া সত্ত্বেও একটি পূজা করতে পারবে না? কেন বাধা দেওয়া হচ্ছে? পুলিশ জানায় যে এই স্থানে পূজা করলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই স্থানে পূজা করা সমীচীন নয়। তবে স্থানীয় হিন্দুরা মাথা নত করেনি। দীর্ঘ সময় ধরে তারা বাগযুদ্ধ চালিয়ে যায়। স্থানীয় হিন্দুদের কয়েকজন অভিযোগ করেন যে স্থানীয় কিছু মুসলিম বাসিন্দার আপত্তির জন্যেই এই পূজা বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে মহাদেবের ভক্ত স্থানীয় হিন্দুরা নাছোড়বান্দা, একসময় তারা তাদের অধিকার ঠিক ছিনিয়ে নিয়ে আসে এবং পুনরায় ওই একই স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে পূজা সম্পন্ন করে। এই ঘটনায় স্থানীয় হিন্দুদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে।