লকাডাউনে ভাইবোনের কীর্তি, ২১০০ পাতার রামায়ণ লিখে প্রশংসা কুড়োচ্ছে দুই খুদে

0
593

বঙ্গদেশ ডেস্ক: লকডাউনে রাজস্থানের জালোর নিবাসী তৃতীয় ও চতুর্থ শ্রেণী পড়ুয়া দুই ভাইবোন মাধব জোশী এবং অর্চনা জোশী বাড়িতে বসে ২১০০ পৃষ্ঠারও বেশি সম্পূর্ণ রামায়ণ লিখে সাড়া ফেলে দিয়েছে। এই দুই ভাইবোনের কীর্তি দেখে দেশজুড়ে অসংখ্য মানুষের আশীর্বাদে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে। এই কাজে তারা মোট কুড়িটি খাতা ব্যবহার করেছে এবং মোট সাতটি অংশে কাজটি সম্পন্ন করেছে।

পেন ও পেনসিলের সাহায্যে দুই ভাইবোন এই অনন্য কীর্তি করেছে। ভাই মাধব জোশী বাল কান্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কান্ড এবং উত্তর রামায়ণ কাণ্ড লিখেছে এবং বোন অর্চনা জোশী কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড এবং লঙ্কা কাণ্ড লিখেছে। কুড়িটি খাতার মধ্যে চৌদ্দটি খাতা লিখেছে ভাই মাধব এবং ছয়টি খাতা লিখেছে বোন অর্চনা।

জালোরের আদর্শ বিদ্যা মন্দিরে মাধব চতুর্থ শ্রেণীতে এবং অর্চনা তৃতীয় শ্রেণীতে পড়ে। খুবই ছোট বয়স থেকেই পারিবারিকভাবে রামায়ণের সাথে তারা পরিচিত হয়। পরিবারে ভারতীয় সংস্কৃতির আবহ থাকায় তাই দুই ভাইবোন এখনও পর্যন্ত তিনবার রামচরিতমানস পড়ে ফেলেছে। এরপরেই তারা রামায়ণ লেখা শুরু করে এবং শ্রী রামচরিতমানস এর ন্যায় সাতটি খণ্ডে তারা কাজটি সম্পন্ন করে। এদিকে ভারতীয় সংস্কৃতির এমন অপূর্ব পারিবারিক শিক্ষা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এভাবেই পারিবারিকভাবে ভারতীয় সংস্কৃতির ধারাকে দিকনির্দেশনা ও শিক্ষা দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন অনেক নেটিজেন। ফলে এভাবেই আমাদের ভারতের ভবিষ্যৎ তাদের কর্মের মাধ্যমে ভারতের নাম উজ্জ্বল করবে।