দাঁড়িভিটের মাটি

0
697

মিতালী মুখার্জী

 

নিরুদ্দেশের যাত্রা ছিল
সামনের পথ নেইকো জানা,
লড়াই ছিল ভাষার জন্য
শুনিনি তাই মায়ের মানা ।

এই গ্রামেতেই জন্মেছিলাম
বাঙ্গলা মায়ের পরম স্নেহে,
উর্দুভাষার বিরোধ করে
আগুন গোলা লাগলো দেহে ।

বাঙ্গলা ভাষা আমার ভাষা
এই মাটি তাই মাতৃসমা,
সেই ভাষাতেই ক ই যে কথা
সেই ভাষাতেই চাইছি ক্ষমা ।

নিরুদ্দেশের যাত্রা একা
ক্ষোভ নেই তবু মনের কোনে
ফিরে যদি নাই আসি মা
ছেলেকে তোর রাখিস মনে ।

দাঁড়িভিটের গাছ আর মাটি
আবার আমি আসবো ফিরে
দূর থেকেই জানাই প্রনাম
মাগো তোমায় অশ্রুনীরে ।।