মুম্বই পুলিশের কাছে সুশান্ত-মৃত্যুর তথ্য তলব ইডির

0
358

বঙ্গদেশ ডেস্ক: মুম্বই পুলিশের কাছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের সমস্ত রিপোর্ট চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ এই নিয়ে মুম্বই পুলিশকে তারা দু’টি চিঠি লিখেছে বলে জানা গিয়েছে৷ সেই চিঠিতে এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সমস্ত তথ্য, সাক্ষীদের বয়ান, ডিজিটাল এভিডেন্স চাওয়া হয়েছে৷

এর আগে জানা গিয়েছিল যে ইডির তরফে মুম্বই পুলিশকে চারটি চিঠি লেখা হয়েছিল৷ ওই চিঠিতে মুম্বই পুলিশের কাছে সুশান্তর ফোন ও কল রেকর্ড চাওয়া হয়েছিল৷ কিন্তু মুম্বই পুলিশ এ নিয়ে এখনও কোনও উত্তর দেয়নি৷

তবে রাজপুত পরিবারের আইনজীবী বিকাশ সিংয়ের দাবি, মহারাষ্ট্র পুলিশ ইডির অনুরোধ ফেরাতে পারে না৷ কারণ, এফআইআর দায়ের হওয়ার পর এটা তাদের এক্তিয়ার ভুক্ত বিষয়৷ চলতি বছর জুন মাসের ১৪ তারিখ অস্বাভাবিক মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের৷

প্রথমে জানা গিয়েছিল যে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত৷ হাতে কাজ না থাকায় তিনি ক্রমশ অবসাদে ডুবে গিয়েছিলেন৷ সেই কারণে তিনি আত্মঘাতী হন৷ ফলে সুশান্ত বলিউডের স্বজনপোষণের শিকার বলে অভিযোগ ওঠে৷

মুম্বই পুলিশ একের পর এক বলিউডের হেভিওয়েট ব্যক্তিকে জেরায় ডাকে৷ মাস দেড়েক পর বিহারের পটনার রাজীবনগর থানায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে এফআইআর করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং৷

সেখানে রিয়ার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ ওঠে৷ তার পরই এই ঘটনায় আসরে নামে ইডি৷ রিয়ার বিরুদ্ধে এফআইআর করে ইডি৷ ইতিমধ্যে রিয়া ও তাঁর ভাইকে ডেকে ম্যারাথন জেরা করে ইডি৷ সেই তদন্ত যে ওই সংস্থা আরও এগিয়ে নিয়ে যেতে চায়, সেটাই স্পষ্ট হচ্ছে৷