সংসদ ঘেরাওয়ের ডাক দিয়ে মোদীকে চরম হুঁশিয়ারি কৃষকদের

0
569

বঙ্গদেশ ডেস্ক: রাজধানীর রাজনৈতিক আকাশে কৃষক বিক্ষোভের মেঘ আরও জমাট আকার ধারণ করেছে। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবার সংসদ ভবন পর্যন্ত মিছিল ও ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। ইতিমধ্যে আজ সাধারণতন্ত্র দিবসের দিনে লক্ষাধিক ট্রাকটর মিছিল ঘিরে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।

সারা ভারত কৃষকসভা, ভারতীয় কিষান ইউনিয়ন সহ ৫০০টি কৃষক সংগঠন এবার নয়া কৃষি আইন তুলে নেওয়ার জন্য সরকারের উপর আরও চাপ দিতে মরিয়া।

ক্রান্তিকারী কিষান ইউনিয়নের নেতা দর্শন পাল সিং হুঁশিয়ারি দিয়ে সরকারকে জানিয়েছেন নয়া আইন বাতিল করতেই হবে। নচেৎ সংসদ ভবনের দিকে অভিযান শুরু করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। হুমকি দেওয়া হয়েছে, দিল্লির চারদিক থেকে কৃষকদের দল ঢুকতে শুরু করবে।

কৃষক নেতাদের দাবি, রাজধানীতে বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়বে বিশ্ব জুড়ে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে প্রবল কৃষক বিক্ষোভ হয়।

একইভাবে গত ৬১ দিন ধরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে আসা কৃষকের দল নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করছেন। বিশৃঙ্খলাময় ট্রাক্টর মার্চের দাপটে আজ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়েছেন। পরপর কৃষকদের মৃত্যু হচ্ছে। সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির যৌথ মঞ্চের কৃষক নেতাদের দাবি, আইন বাতিল না করা পর্যন্ত তারা ফিরবেন না। আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে বলেই জানানো হয়েছে।