আইপিএল জয়ের মূলমন্ত্র বলে দিলেন নাইটদের প্রাক্তন ডিরেক্টর

বঙ্গদেশ ডেস্ক: ভারতে ক্রিকেট যদি একটি ধর্মের নাম হয় তবে তার বাৎসরিক উৎসব আইপিএল। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মুখিয়ে থাকেন এই টূর্ণামেন্টে খেলার জন্য। করোনাভাইরাসে গোটাবিশ্ব জর্জরিত না হলে হয়ত এই সময়ে শেষ হয়ে যেত আইপিএল। তবে এইবছরটা একটু আলাদা, মহামারি শেষে আদৌ আইপিএল হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

আইপিএল, আইপিএলের অধিনায়ক এবং তাঁদের অধিনায়কত্বের ধরন নিয়ে বিখ্যাত ক্রীড়াসাংবাদিক গৌরব কাপুরের সাথে আলোচনায় বসেছিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর এবং ক্রীড়াবিশেষজ্ঞ জয় ভট্টাচার্য্য। সেই আলোচনাতেই উঠে এল মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা থেকে শুরু করে গৌতম গম্ভীরের প্রসঙ্গ।

গৌরব কাপুরের সাথে আড্ডায় জয় বলেই দিলেন আইপিএলের মত বড় টূর্ণামেন্ট জেতার মুলমন্ত্র! চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কুল ধোনির হোটেলরুমের দরজা সবসময় খোলা থাকে তরুন থেকে শুরু করে সব বয়সী খেলোয়াড়দের জন্য। ধোনির মন্ত্রই হচ্ছে ভালোবেসে ক্রিকেট খেলে যাও, ফলাফল একদিন না একদিন আসবেই। ধোনির পথে হেঁটে রোহিতও ঠান্ডা মাথায় গোটা টীমকে একসাথে নিয়ে চলার পথে বিশ্বাসী। কিন্তু আইপিএলের ইতিহাসে এই দুইজন সফলতম অধিনায়কের চেয়ে একটু ভিন্ন ধাঁচের অধিনায়কত্ব করতেন দুইবার আইপিএলজয়ী নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। একেবারেই ঠান্ডা মাথা ছিল না তার, হার-জিতে মেজাজ অবশ্যই বদলাতো কিন্তু বদলাতো না টীমমেটদের প্রতি ভালোবাসা, ব্যবহার। ২০১১ সাল থেকে ২০১৭ অবধি নাইটদের অধিনায়কত্ব করেছেন তিনি। খেতাব জয় করেছেন ২০১২ এবং ২০১৪ সালে।

গম্ভীরের অধিনায়কত্বের কথা বলতে গিয়ে তিনি ফিরে যান ২০১১ সালে মুম্বাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে যেখানে শেষ ওভারে ২১ রান হজম করেছিলেন লক্ষ্মীপতি বালাজি, ম্যাচ হারতে হয়েছিল নাইটবাহিনীকে। সেইদিন গম্ভীর ম্যাচ শেষে টীমবাসে নিজের যায়গা ছেড়ে বালাজির পাশে বসে কাটিয়েছিলেন অনেকটা সময়। আশ্বস্ত করেছিলেন তাকে। সেই বালাজিই যখন ২০১২ সালে সেমিফাইনালে দিল্লীর সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান বীরুকে আউট করে, দুর্ধর্ষ এক স্পেলের পর পায়ে চোট পেয়ে মাটজের বাইরে যাচ্ছিলেন, মুখ থেকে অস্ফুটে বেরিয়েছিল “গৌতিকে বোলো আমি ওকে ফাইনাল জেতাতে পারব না”। এইভাবে সহ খেলোয়াড়দের পাশে দাঁড়াতেন গম্ভীর। এতে টীমস্পিরিটের উন্নতি হয়েছিল বলে জয় ভট্টাচার্য্য দাবী করেছেন।

সঞ্চালক গৌরব কাপুরের সামনে জয় কার্যত এই কথা বলেই দিলেন যে “যত ভালই টীম হোক না কেন, নিলামে যত নামীদামী ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডারদের টীমে নেওয়া হোক না কেন! কোনো দল আইপিএল তখনই জেতে যখন তারা একটা দল হিসেবে খেলে, যখন দলের অধিনায়ক গোটাদল কে একসাথে নিয়ে চলেন”।