জোটের মধ্যে জট! ভাইজানের দল ISF-র বিরুদ্ধে প্রার্থী ঘোষণা ফরওয়ার্ড ব্লকের

0
635

বঙ্গদেশ ডেস্ক:- ভোটমুখী বাংলায় কয়েকদিন আগে নতুন দল ঘোষণা করেছেন আব্বাস সিদ্দিকী। তাঁর নতুন দল আইএসএফ তখন থেকেই চর্চায় রয়েছে। ভোট ঘোষণা হতেই সংযুক্ত মোর্চার শরিক দল গুলি আসন সমঝোতা করে একে একে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু জোটের মধ্যে জট। আইএসএফের প্রার্থী ঘোষণা হতেই বাম-কংগ্রেসের দলীয় নেতা-কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আসতে থাকে। এমনকি আইএসএফ এর প্রার্থী দেওয়া নিয়েও বহু কেন্দ্রে সংযুক্ত মোর্চার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

এখন সেই ক্ষোভ সোজা বড় ফাটলে পরিণত হল। দেগঙ্গায় আইএসএফ এর প্রার্থী ঘোষণা হতেই সেখানে ফরওয়ার্ড ব্লকের তরফেও প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। যার জেরে সংযুক্ত মোর্চার দলের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে বেরিয়ে এসেছে। ওই কেন্দ্রে আব্বাসের দল করিম আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কিন্তু তা অস্বীকার করে ফরওয়ার্ড ব্লকের তরফে মঙ্গলবার হাসানুজ্জামান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, ‘ দেগঙ্গা আসন টি নিয়ে এখনও চূড়ান্ত কথা হয়নি। ওই আসনে মুসলিম লীগকে হারিয়ে বামেরা জিতেছিল। সেখানে আইএসএফ এর প্রার্থী দেওয়ার প্রশ্নই ওঠে না। তাই আমরা আমাদের দলের প্রার্থী দিয়েছি।’

উল্লেখ্য, আইএসএফ কে নিয়ে শুরু থেকেই নানান সমস্যা শুরু করেছিল কংগ্রেস । শোনা যায়, শেষ পর্যন্ত সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। এবার আইএসএফ এর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে ফরওয়ার্ড ব্লকও সেই সমস্যা আরও উস্কে দিল। যার ফলে রাজনৈতিক মহলের মন্তব্য, প্রথম দফা ভোটের মুখেই ঘোর অস্বস্তিতে পড়েছে সংযুক্ত মোর্চা।