কলকাতার ঘাটে বারাণসীর হরিদ্বারের মতো গঙ্গাআরতি, উদ্যোগে কলকাতা পুরসভা

0
383

বঙ্গদেশ ডেস্ক:গঙ্গাআরতি দেখার জন্য আর যেতে হবে না বারাণসী। কলকাতার গঙ্গার ঘাটেই এবার থেকে মিলবে হরিদ্বারের মতো গঙ্গাআরতি দর্শনের সুযোগ। কেন্দ্রীয় সরকার এমন এক অভিনব পরিকল্পনা গ্রহণ করছে। কলকাতার গঙ্গার পাড়ে গড়ে উঠবে এই আরতির জন্য দর্শনীয় স্থান। গঙ্গা আরতি দর্শনের জন্য ইতিমধ্যে ৩২ একর জমি চিহ্নিত করেছিল কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে কলকাতা পুরসভা একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করতে চলেছে। কোন ঘাটে এই আরতি হবে সে বিষয়েও একপ্রস্থ চিন্তা ভাবনা করা হয়েছে।

বারাণসীর হরিদ্বারের‌‌ গঙ্গা আরতি নিয়ে বাঙ্গালীর উদ্দীপনা কম নয়। প্রতি বছর এই আরতি দেখতে লক্ষ লক্ষ মানুষ ভীড় জমান বারাণসী। এবার খোদ কলকাতার বুকে আরতির ব্যবস্থা করতে গঙ্গা দর্শন প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তবে শুধু গঙ্গা আরতিই নয়, কলকাতায় গঙ্গার পাড়ে এই প্রকল্প রূপায়ন হলে সেখানে থাকবে অ্যাকোরিয়াম, ওয়াটার পার্কের‌ও ব্যবস্থা‌ও‌। গঙ্গাতীরের সৌন্দর্য বৃদ্ধির কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

তবে এর আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছিলেন, নবদ্বীপ এবং মায়াপুরের গঙ্গার পাড় বাঁধিয়ে বারাণসীর মতোই সন্ধ্যারতির ব্যবস্থা করা উচিত। এছাড়াও নবদ্বীপ, শান্তিপুরের পৌরাণিক ইতিহাস সাউন্ড সিস্টেমের মাধ্যমে তুলে ধরলে আরও বেশি পরিমাণে পর্যটকের এখানে সমাগম ঘটবে। এর ফলে আর্থিকভাবেও সমগ্র জেলার মানুষ উপকৃত হবেন।