নারায়ণগঞ্জে হিন্দু মা মেয়েকে একসঙ্গে ছুড়ি দিয়ে খুন আল জোবায়ের

0
435

বঙ্গদেশ ডেস্ক:বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে একটি ফ্ল্যাটে ঢুকে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক উগ্রপন্থী যুবক, আল জোবায়ের। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। জোবায়ের পরিবারের লোকজন তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। নিহতরা হলেন নিতাইগঞ্জ ডালপট্টির রামপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)।

সূত্রের খবর, মঙ্গলবার বিকাল পৌঁনে তিটের দিকে মাতৃ ভবনের ছতলার ফ্লাটে জোবায়ের হানা দেয়।সে ওই ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে ভেতরে প্রবেশ করে রাম প্রসাদ চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তীকে গলাচেপে ধরে শ্বাসরোধে ও ছুরিকাঘাত করে হত্যা করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে রুমা চক্রবর্তীর মেয়ে ঋতু চক্রবর্তীকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে জোবায়ের। প্রসঙ্গত উল্লেখ্য, ঋতু চক্রবর্তী অন্তঃসত্ত্বা ছিলেন।

এরপর জোবায়ের পাশের ফ্ল্যাটে থাকা রুমার ছেলের বউ শীলাকেও বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেন। কিন্তু শীলা জোবায়েরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় জোবায়ের হাত থেকে বটি পড়ে গেলে শীলা বটি নিয়ে দৌড়ে সিঁড়ি নিয়ে নিচে নামেন। জোবায়ের তাকে মারতে নিচে নেমে এলে শীলা বটি হাতে তাকে পাল্টা হুমকি দেয় এবং চিৎকার করে লোকজন জড়ো করে। জোবায়ের তার হাতে বটি দেখে উপরে চলে যায় এবং নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে জোবায়েরকে আটক করে।ওসি বলেছেন, ঘরের মেঝেতে পড়ে ছিল রুমা চক্রবর্তী ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী। ঋতুর পিঠে দুটি ছোরাবিদ্ধ ও হাতে একটি ছোরা বিদ্ধ ছিল।রুমা চক্রবর্তীর স্বামী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, তিনি খবর পেয়ে তড়িঘড়ি বাড়ির নীচে এসে দেখেন গেটে তালা বন্ধ।

আটক জোবায়ের শহরের পাইকপাড়ার আলাউদ্দিন মিঞার ছেলে। তার বাবা বলেছে, ছেলে বেশ কিছুদিন যাবত উন্মাদের মতো ব্যবহার করছিল। ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। তবে পুলিশ সেই দাবি নাকচ করে বলেছেন, জোবাইয়েরকে ঠান্ডা মাথার খুনি বলেই মনে হয়েছে। তার মধ্যে খুনের জন্য কোন‌ও অনুশোচনা বোধ নেই।

রাম প্রসাদ বলেছেন, তিনি স্ত্রী রুমার মোবাইলে ফোন করলে জোবায়ের ফোন ধরে বলে, কোথায় টাকা পয়সা গয়নাগাটি আছে বল; না হলে তোর বাড়ির সকলকে খুন করে ফেলব।রাম প্রসাদ চৌধুরী আরও বলেছেন, তার মেয়ে প্রথম অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জামাই তার মেয়েকে তাদের এখানে রেখে গিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেছেন, হত্যার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছোরা ও রক্তমাখা গ্লাভস উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।