সিএসআইআর দুর্গাপুরের সহযোগিতায় মেদিনীপুরে স্থাপিত হল বিশ্বের সবচেয়ে বড় ‘সোলার ট্রি’

0
417

বঙ্গদেশ ডেস্ক:বিশ্বের সর্ববৃহৎ ‘সোলার ট্রি’ তৈরি করা হয়েছে মেদিনীপুরে। সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষ সহযোগিতায় বৃহস্পতিবার মেদিনীপুরে রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে ১১.৫ কিলোওয়াট পিক-পাওয়ারের একটি সোলার ট্রি স্থাপন করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে এই সোলার ট্রি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। এছাড়াও উপস্থিত ছিলেন, CSIR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হিরানি, রাজা এন.এল খান মহাবিদ্যালয়ের (Raja N.L Khan Women’s College, Autonomous) অধ্যক্ষ (Principal) জয়শ্রী লাহা এবং কলেজের গভর্নিং বডির সদস্য তারাপদ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা জানিয়েছেন, এটিতে ৩৩০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৫টি সোলার প্যানেল‌ও রয়েছে। এই সোলার ট্রি সাধারণ রৌদ্রকরোজ্জ্বল দিনে ৩৫-৪৫ ইউনিট গ্রিন এবং ক্লিন এনার্জি উৎপাদন করতে পারে।এই ‘সোলার ট্রি’ থেকে উৎপাদিত বিদ্যুৎ মহিলা মহাবিদ্যালয়ের চাহিদাকে কিছুটা মেটাতে সক্ষম। মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী লাহা দাবি করেছেন, মোট চাহিদার থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হলে তা পাওয়ার গ্রিডে পাঠানো সম্ভব। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের চেয়ে এই “সোলার ট্রি” ১০ থেকে ১২ টন কম পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গমন করবে। ফলে পরিবেশ কম দূষণ হবে।

এই ‘সোলার ট্রি’-তে আই ও টি নির্ভরশীল প্রযুক্তি দ্বারা চালনা করবার ও ক্ষমতাসম্পন্ন রয়েছে; যেমন- CCTV ক্যামেরা, পরিবেশের আদ্রতা পরিমাপক, বায়ুর গতিবেগ মাপক, বৃষ্টিপাতের পূর্বাভাস ইত্যাদি। এই পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি’র সাহায্যে একদিকে যেমন কম খরচে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে, তেমনই দূষণ‌ও অনেকটাই কমবে বলে সিএসআইআর দুর্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছেন। সিএসআইআর দুর্গাপুরের অধিকর্তা ড: হরিশ হিরানী জানান, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ‘সোলার ট্রি’ এটি।