বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি নেতা গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেবে পাকিস্তান

0
433

বঙ্গদেশ ডেস্ক: কাশ্মীরের যে সমস্ত নেতা ভূস্বর্গকে ভারতের থেকে আলাদা করে দিতে চান, তাদের মধ্যে অন্যতম হলেন সৈয়দ শাহ গিলানি। এবার তাকেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে চলেছে পাকিস্তান। সোমবার পাক মন্ত্রিসভায় এমন প্রস্তাবই পাশ হয়েছে সর্বদলীয় সম্মতিতে। প্রস্তাবে জানানো হয়েছে যে গিলানিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘নিশান ই পাকিস্তান’ দেওয়া হবে৷ এর পাশাপাশি প্রস্তাবে গিলানির নামে ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যালয়ের নামকরণও করা হবে বলে জানানো হয়েছে৷

এদেশের মানুষরা অভিযোগ করেন যে, গিলানি এতদিন ধরে আদতে পাকিস্তানের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। যদিও দীর্ঘদিন ধরেই ঘরবন্দি রয়েছেন ৯০ বছর বয়সী এই নেতা, তিনি গতমাস সকলকে চমকে দিয়েই হুরিয়তের নেতৃত্ব থেকে ইস্তফা দিয়ে দেন। তাঁর অভিযোগ ছিল, হুরিয়তের কিছু সদস্য, নেতা আর্থিক তছরুপে ব্যস্ত। কাশ্মীরের মানুষের স্বার্থ ভুলে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদে মেতেছেন তাঁরা।

তিনি কাউকে সরাসরি আক্রমণ না করলেও পাক অধিকৃত কাশ্মীরের হুরিয়তের আহ্বায়ক মহম্মদ সইফিকেই আক্রমণ করেছিলেন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মহম্মদ সইফির সঙ্গে পাক সরকারের ঘনিষ্ঠতা বেড়েছে, গুরুত্ব কমতে থাকছে গিলানির৷ সূত্রের খবর অনুযায়ী, এই সমস্ত ঘটনায় রেগে গিয়েই দলত্যাগ করেছেন গিলানি।

প্রসঙ্গত আর কিছুদিন বাদেই ভারত সরকারের ঐতিহাসিক ৩৭০ ধারা রদের একবছর পূরণ হবে৷ এই বর্ষপূর্তিকে মাথায় রেখেই গিলানিকে এই বিশেষ সম্মান দিতে চাইছে ইসলামাবাদ। একইসঙ্গে এই সম্মান দিয়ে তার ক্ষোভও প্রশমিত করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।