নয়া কৃষি আইনকে সমর্থন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতির

0
564

বঙ্গদেশ ডেস্ক:- কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে দিল্লীতে তথাকথিত কৃষক আন্দোলন এখনও অব্যাহত। তবে এরই মধ্যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতির নেতৃত্বে অখিল ভারতীয় কিষাণ সংগঠন নয়া কৃষি আইনকে সমর্থন জানিয়েছেন। কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর নিজে ট্যুইট করে এই খবর দিয়েছেন।

তোমর ট্যুইটে লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীজির নাতি এবং সংগঠনের কার্যকারী সভাপতি শ্রী সঞ্জয় নাথ সিংহ জির নেতৃত্বে আজ অখিল ভারতীয় কিষাণ সংগঠনের প্রতিনিধি মণ্ডল আমার সঙ্গে সাক্ষাৎ করে কৃষি আইনকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে সমর্থন করেছেন। ওনারা আরও বলেছেন, দেশে এর আগে সবুজ বিপ্লব হয়েছিল, আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই নয়া আইন ভারতের কৃষকদের জন্য অনেক বড় উপলব্ধি আর সুযোগ এনে দেবে।”

কৃষি মন্ত্রী তোমর আরও বলেন, ‘যেসব কৃষকরা নয়া কৃষি আইনের বিরোধিতা করছে, আমরা তাঁদের সাথে আলোচনা করে চলেছি। যেসব উইনিয়ন আন্দোলনে সামিল আছে তাঁরা ভবিষ্যতে কৃষি সংশোধন বিলের গুরুত্ব বুঝবে আর কৃষকদের স্বার্থের দিকে মনযোগ দেবে। আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করব।”

অন্যদিকে, বুধবারও কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতা প্রদর্শন জারি ছিল। ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি তরুণ ভরদ্বাজ জানিয়েছেন, “কৃষি আইনের বিরোধিতায় কৃষকরা ট্র্যাক্টর র‍্যালি করবে।” উনি আরও বলেন, “আন্দোলনে সামিল কৃষক গোষ্ঠীগুলো চিল্লা থেকে ট্র্যাক্টর র‍্যালি করে গাজীপুরের ধরনা স্থল পর্যন্ত পৌঁছাবে।”