ভারতের নেভি এবং কোস্ট গার্ডকে দেশে তৈরি ৫টি লাইট হেলিকপ্টার দিল হ্যাল

0
660

বঙ্গদেশ ডেস্ক – হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যালের সঙ্গে মোট ১৬ টি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) সরবরাহ করার চুক্তি হয়েছিল ভারতীয় নেভির। সেই চুক্তির অংশ হিসাবে গত শুক্রবার, ৫ ই ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনীর হাতে তিনটি ALH Mk III এবং দুটি ALH হস্তান্তর করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে।

এয়ারো ইন্ডিয়া ২০২১ অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কার একটি এয়ারফোর্স স্টেশনে। সেই শো চলাকালীন হেলিকপ্টারগুলি হ্যালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর আর মাধবন, নেভাল স্টাফ অ্যাডমিরাল করমবীর সিং এবং কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল কে নটরাজানকে হস্তান্তরিত করেছিলেন।

ALH গুলির প্রায় ৩,০০,০০০ ঘন্টার ফ্লাইটের অভিজ্ঞতা এবং বিভিন্ন মিশনে অংশ নেবার রেকর্ড রয়েছে। এএলএইচ এমকে ৩ এর অত্যাধুনিক কাঁচ দ্বারা তৈরি ককপিট আছে এবং এতে উচ্চ শক্তিসম্পন্ন ‘শক্তি ইঞ্জিন’ও লাগানো রয়েছে। চুক্তি অনুযায়ী ALH এমকে ৩ এর বর্তমান সিস্টেমটির সাথে ১৯ টি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইন্টিগ্রেশনও করা হয়েছে।

সম্প্রতি সরকারি মালিকানাধীন এরোস্পেস দুনিয়ার বড় ‘খেলোয়ার’ হ্যাল ৮৩ টি হালকা কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) তেজাস এমকে ১ এ সরবরাহের জন্য ভারতীয় বিমানবাহিনীর তরফ থেকে ৪৮,০০০ কোটি টাকার একটি চুক্তি হস্তগত করেছে। ৭৩ টি যুদ্ধবিমান এবং ১০ টি ট্রেনিং বিমানও আইএএফ অর্ডার দিয়েছে।

মার্ক – ১ এ প্ল্যাটফর্মটি তৈরির ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিরও অবদান রয়েছে। ভিইএম টেকনোলজিস, ডিটিএল, লারসেন এন্ড টুব্রো, আলফা টোকোল, টিএএমএল, ডেটা প্যাটার্নস, পেন্ডিওস প্রভৃতি বেসরকারি সংস্থাগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের প্রতিরক্ষাকে সুনিশ্চিত করবে।