৫৫ বছর বয়সে হাই জাম্পে সোনা জয় বাঙ্গালী গৃহবধূর

বঙ্গদেশ ডেস্ক:রানাঘাটের গৃহবধূ হাসিরাশি দে ৫৫ বছর বয়সে ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে সোনা জয় করে তাক লাগিয়ে দিয়েছেন। হাসিরাশি দে-র যাত্রা মোটেই সহজ ছিল না৷ তাঁর স্বামী ক্যান্সারে আক্রান্ত৷ স্বামীকে সুস্থ করে তোলার পাশাপাশি নিজের খেলাধুলা চালিয়ে গিয়েছেন তিনি। অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন রানাঘাটের গৃহবধূ হাসিরাশি দে৷

ছোট বেলা থেকেই খেলাধুলো করতেন তিনি৷ বিয়ের পরও খেলাধুলো বন্ধ হয়নি ৷ অনুশীলনের জন্য মাঝেমধ্যেই ছুটেছেন কাঁচরাপাড়ায়। ইচ্ছে ছিল একদিন দেশের সেরা হব। সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে তাঁর।

ইন্ডিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে সোনা জিতে সকলের মন জয় করে নিয়েছেন হাসিরাশি দে। তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে হাই জাম্পের দক্ষতায় তাঁর কাছাকাছি কেউ ছিল না। ৫৫ বয়সে সোনা জিতে ইতিহাস তৈরী করেছেন তিনি।

গত ২০ থেকে ২২ মে তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স অনুষ্ঠিত হয়েছএ। ৩৪ থেকে ৮০ বছর বয়সি প্রতিযোগীদের সঙ্গে হাই জাম্পে অংশ নিয়েছিলেন ৫৫ বছরের হাসিরাশি দে। সেখানেই দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

হাসিরাশি দে বলেছেন, তাঁর এই সাফল্যে স্বামীকে তিনি সব সময় পাশে পেয়েছেন৷ আগামী দিনে ডাক পেলে শহরের কোনও স্কুলে ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলার প্রশিক্ষক হিসেবে কাজ করতে ইচ্ছুক তিনি। সোনা জিতে ফেরার সময় চেন্নাইয়ে স্বামীর চিকিৎসাও করিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরেছেন তিনি। তাঁর এই সাফল্যে খুশি মেয়ে ব্রততী বণিক, ছেলে পল্লব দে ও বউমা টুম্পা দে। সহপাঠীদের কথায়, প্রথম থেকেই ওর মধ্যে একটা অদম্য জেদ কাজ করত,তারই ফল এটা৷ অদম্য জেদ ও ইচ্ছা থাকলেই সবকিছু সম্ভব৷