সাইবার জিহাদ সহ বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখর রাজ‍্য বিজেপি

0
1327

বঙ্গদেশ ডেস্ক:বাংলাদেশে ব্লাসফেমি এবং ইসলাম ও নবী মুহাম্মদকে কটূক্তির মিথ্যা অভিযোগ তুলে চলমান হিন্দু নির্যাতন ও ফ্রান্সে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্তু সেল। বাংলাদেশ থেকে গত ৪০ বছরে ইসলামিক নিপীড়নের শিকার হয়ে উদ্বাস্তু হয়েছে ১ কোটিরও বেশি হিন্দু। ভারতবর্ষে কাশ্মীরের উদ্বাস্তু পন্ডিতদেরকে নিয়ে সবিস্তারে আলোচনা, সমালোচনা, প্রতিবাদ চললেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উদ্বাস্তু হওয়া নিয়ে শুধুমাত্র কিছু দায়সারা আলোচনা ব্যতীত কিছুই হয়নি।

বিবৃতিতে বিজেপি রাজ্য উদ্বাস্তু সেল বাংলাদেশে দুর্গাপূজায় ঘটে যাওয়া ইসলামিক আক্রমণের ওপরে আলোকপাত করেছে। বাংলাদেশে এই বছর বিভিন্ন দুর্গা মণ্ডপে ঘটে যাওয়াহামলার ঘটনা উল্লেখ করে উদ্বাস্তু সেল তার কঠোর প্রতিবাদ জানায়। এছাড়াও বাংলাদেশে ব্লাসফেমির মিথ্যা অভিযোগ দিয়ে চলমান সাইবার জিহাদের বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু নাম সংবলিত ফেসবুক আইডি হ্যাক করে ইসলাম অবমাননাকর মন্তব্য করে সাধারণ হিন্দুদেরকেফাঁসিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়াও ব্লাসফেমির অভিযোগ তুলে গত মাসে সর্বমোট ১৮ জন হিন্দুকে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়েছে। ফ্রান্সে কিছুদিন পূর্বে নবী মুহাম্মদের কার্টুন দেখানোর অভিযোগে শিরচ্ছেদ করে হত্যা করে এক ইসলামিক সন্ত্রাসবাদী। সেই ঘটনার পরে বাংলাদেশে ফেসবুকে গুজব ছড়িয়ে ও ইসলামকে নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগ তুলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকজন হিন্দু শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়াও সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হওয়া ইসলামিক আক্রমণের প্রতিবাদও জানিয়েছে তারা। সেপ্টেম্বর মাসে পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ১১ টি আদিবাসী অত্যাচারের ঘটনা ঘটেছে যার মধ্যে ৭ টি ধর্ষণ ও ২ টি গণধর্ষণের ঘটনাও রয়েছে। সবচেয়ে ঘৃণ্য ঘটনাটি ঘটে এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীর সাথে, তাকে ৯ জন মুসলমান মিলে গণধর্ষণ করে বাড়ির জিনিসপত্র লুটপাট করে। বিবৃতিতে ২০২০ সালে মার্চ থেকে সেপ্টেম্বর মাসে হওয়া হিন্দু নিপীড়নের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই সাত মাসে ২৭ টি প্রতিমা ভাঙচুর, ২৩ টি মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, ৫ টি শ্মশান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখল, ১৭ টি হত্যা, ১০ টি হত্যাচেষ্টা, ১১ টি হত্যাচেষ্টা, ৩০ টি ধর্ষণ/ গণধর্ষণ/ নির্যাতন, ৬ টি ধর্ষণ চেষ্টা, ৩ টি শ্লীলতাহানীর কারণে আত্মহত্যা, ২৩ টি জোরপূর্বক অপহরণ, ২ টি অপহরণের চেষ্টা, ৩ টি নিখোঁজ ২৬ টি বসতভিটা -জমিজমা-শ্মশান থেকে উচ্ছেদ ও ৭৩ টি উচ্ছেদের চেষ্টা, ৪ টি দেশত্যাগের হুমকি ও ৭ টি জোরপূর্বক ধর্মান্তকরণ, ৮৮ টি বসতভিটা -ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ, ২৪৭ টি দৈহিক হামলায় গুরুতর জখম, হযরত মোহাম্মদকে নিয়ে কটূক্তির মিথ্যা অভিযোগ তুলে ৪ জনকে আটকের ঘটনা ঘটেছে। বিজেপি রাজ্য উদ্বাস্তু সেল বাংলাদেশে ইসলামিক আগ্রাসনের ফলে চলমান এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীকে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে। সেই সাথে তারা পশ্চিমবঙ্গে অবিলম্বে ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার আবেদন জানিয়েছে।