নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হেফাজতের তান্ডব

0
1280

বঙ্গদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ইসলামিক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর তাণ্ডব চালালো উগ্র ইসলামিক দল হেফাজতে ইসলাম। নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে তারা হরতালের ডাক দিয়েছিল। এই হরতালের কর্মসূচী থেকে একজোট হয়ে হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দির, সরকারি প্রতিষ্ঠান ও হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে উগ্র মুসলিমরা। 

রবিবার স্থানীয় পুলিশ ও হেফাজত সমর্থক উগ্র মুসলিম জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে ও বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি, দক্ষিণ কালীবাড়ি, রেলওয়ে স্টেশন, জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, প্রেস ক্লাব, পৌর মিলনায়তন, সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ লাইনস, সদর থানা, খাঁটি হাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, মুক্তিযোদ্ধা সংসদ ভবন এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয় হেফাজত সমর্থক উগ্র মুসলিম জনতা। 

পুলিশ ও হেফাজত সমর্থক উগ্র মুসলিম জনতার সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭ জন আহত হয়েছে। এসময়ে তারা ড্রেনের স্ল্যাব তুলে রেল লাইনে ফেলে এবং ক্লিপ খুলে নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এমনকি চলন্ত ট্রেনেও পাথর বর্ষণ করে তারা। আনন্দময়ী কালীবাড়ি ও দক্ষিণ কালীবাড়ির ভেতরে প্রবেশ করে মন্দিরে ভাঙচুর ও লুটপাট চালায় এই উগ্র মুসলিম জনতা। এরপরে বেছে বেছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালায় তারা। একই সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, পাঠাগার ও সঙ্গীতায়নে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেয় এই হামলাকারী উগ্র মুসলিম জনতা। এখনও পর্যন্ত তিনটি পৃথক মামলায় অজ্ঞাতনামা করে সাড়ে ছয় হাজার জনকে আসামী করা হয়েছে। তবে কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার হিন্দু সম্প্রদায়ের মধ্যে নাসিরনগরের ন্যায় পুনরায় আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের অনেকেই সুরক্ষার জন্য স্থানীয় এলাকা ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিয়েছে।