হিন্দু কন‍্যার ধর্মান্তরকরণ বিনা তাকে বিয়ে করা ইসলামের বিরোধী: দেওবন্দ

0
1496

বঙ্গদেশ ডেস্ক:- অপ‌ইন্ডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এক হিন্দু মেয়েকে ভালোবেসে নিকাহ করতে চেয়েছিল এক মুসলিম যুবক। কিন্তু তার হিন্দু প্রেমিকা প্রথম থেকেই শর্ত রেখেছিল সে বিয়ের আগে বা পরে ইসলামে ধর্মান্তরিত হবে না। আর সেই বিষয়েই দারুল উলুম দেওবন্দের মতামত জানতে চেয়েছিল ওই মুসলিম যুবক। কিন্তু দেওবন্দের ‘দারুল ইফতা’ সাফ জানিয়েছে, এই বিয়ে বৈধ নয়, এই বিয়ে সম্পূর্ণ ইসলাম বিরোধী। পাশাপাশি হিন্দু প্রেমিকাকে ভুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেওবন্দের তরফে।

দারুল উলুম দেওবন্দ মুসলিম সমাজের নানা বিষয়ে মাঝে মাঝেই ফতোয়া জারি করে থাকে। সাম্প্রতিককালে গয়না নির্মাতা সংস্থা তানিষ্ক তাদের বিজ্ঞাপনে মুসলিম পরিবারে এক হিন্দু মহিলার স্বাদ ভক্ষণ অনুষ্ঠান দেখায়। ওই হিন্দু মহিলা তার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিল মুসলিম বাড়িতে এই রীতির প্রচলন নেই, তাহলে তার জন্য এই আয়োজন কেন? তার শাশুড়ি উত্তরে বলেছিল কন্যাকে খুশী রাখাই হচ্ছে সবচেয়ে বড় রীতি। এই বার্তাকে মাথায় রেখেই কিছুশর্ত আরোপ করেছিল ওই মুসলিম যুবকের হিন্দু প্রেমিকা।

শর্তগুলো নিম্নে বর্ণনা করা হল:-

(১) বিয়ের আগে বা পরে হিন্দু প্রেমিকা ইসলামে ধর্মান্তরিত হবেনা, সে সারা জীবন সে হিন্দু হিসেবে জীবন কাটাবে।

(২) বিয়ের পর নিজের হিন্দু নাম অপরিবর্তিত থাকবে।

(৩) বিয়ের পর স্বামীর বাড়িতে হিন্দু ধর্মের রীতিনীতি পালন করবে এবং সেই কাজে কেউ বাধা হয়ে দাঁড়াবে না।

(৪) সে কোনদিন বোরখা পরবে না এবং তাকে বোরখা পরতে বাধ্য করা হবে না।

(৫) স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না।

(৬) বিবাহ বিচ্ছেদের ঘটনা তালাক দিলে চলবে না আইনি পথে হেঁটে ডিভোর্স করতে হবে।

(৭) এই শর্তগুলো নিকাহনামায় উল্লেখ করতে হবে এবং সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করতে হবে।


এই শর্তগুলোর উত্তরে দারুল ইফতা জানিয়েছে, ইসলাম রীতি অনুযায়ী এই শর্তগুলো অবৈধ। এই শর্তে ইসলামকে অমর্যাদা করা হয়েছে, এই বিয়ে ইসলামবিরোধী। পাশাপাশি জানানো হয় প্রেমিকার দেওয়া শর্তগুলো কোনোভাবেই নিকাহনামায় উল্লেখ করা যাবে না। বরং ওই যুবককে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন একে অপরকে ভুলে যায় এবং বলা হয় ওই যুবক যদি আর কিছু সময় অপেক্ষা করে তাহলে সংস্কারি মানসিকতার ভালো মুসলিম মেয়ে পাবে নিকাহ করার জন্য।